আকাশের মেঘগুলো কালো দেখায় কারণ সেগুলো অত্যাধিক ঘন হয়, যার কারনে সূর্যের আলো এগুলোকে ঠিকভাবে ভেদ করতে পারে না। বিশেষ করে যে মেঘগুলোতে প্রচুর পরিমাণে জলকণা ও বরফকণা থাকে, সেগুলো আলো শোষণ করে এবং ছায়ার মতো ঘন কালো রঙের দেখায়। এই "কালো মেঘ" আসলে আলো কম প্রতিফলিত করে বলে আমাদের চোখে কালো বা গাঢ় ধূসর দেখায়, তবে মেঘের ভেতরের পানি নিজে কালো রঙের নয়।
এমনিতে বৃষ্টির ফোঁটা আসলে বিশুদ্ধ পানি। যখন মেঘ থেকে জলবিন্দুগুলো ভারী হয়ে যায়, তখন তা মাধ্যাকর্ষণের ফলে নিচে পড়ে। এটিকেই আমরা বৃষ্টি বলে থাকি। আর এই ফোঁটাগুলো সূক্ষ্ম জলকণা এবং খনিজ পদার্থ মুক্ত হওয়ায় এগুলো পরিষ্কার ও স্বচ্ছ থাকে। তাই মেঘ দেখতে যতই কালো হোক না কেন, তার ভেতরের পানি বর্নহীন এবং স্বচ্ছই থেকে যায়।