ঘাড় ফোটানো সাময়িকভাবে আরাম দিলেও এর দীর্ঘমেয়াদী ঝুঁকি রয়েছে। জয়েন্ট ফোটানোর সময় ফ্লুইড গ্যাসে পরিণত হয়ে চাপ কমে এবং এন্ডোরফিন নিঃসরণের কারণে আমরা তৃপ্তি বোধ করি।
অতিরিক্ত জোরে বা ভুলভাবে ঘাড় ফোটালে মাংসপেশিতে টান লাগতে পারে। ক্রমাগত ঘাড় ফোটানোর ফলে জয়েন্টের লিগামেন্টগুলো স্থায়ীভাবে ঢিলে হয়ে যেতে পারে, যাকে পারপেচুয়াল ইনস্টাবিলিটি বলে। এর ফলে জয়েন্ট দুর্বল হয়ে যায় এবং ভবিষ্যতে অস্টিওআর্থারাইটিস হওয়ার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, ঘাড়ের গুরুত্বপূর্ণ সূক্ষ্ম রক্তনালি ক্ষতিগ্রস্ত হওয়া বা রক্ত জমাট বাঁধা, যা মস্তিষ্কে রক্ত প্রবাহে বাধা সৃষ্টি করতে পারে।