একটা মশা যদি পরপর একজন ও পজিটিভ (O+) এবং একজন ও নেগেটিভ (O-) রক্তের মানুষের শরীর থেকে রক্ত খায়, এতে সাধারণত মশার কোনো ক্ষতি হয় না।
মশার শরীরে মানুষের মতো জটিল ইমিউন সিস্টেম নেই, যার কারণে রক্তের গ্রুপের পার্থক্য তাদের জন্য কোনো সমস্যা সৃষ্টি করে না। রক্তের গ্রুপ নির্ধারিত হয় রেড ব্লাড সেলের পৃষ্ঠে থাকা অ্যান্টিজেনের উপর ভিত্তি করে, যেমন A, B বা Rh (পজিটিভ/নেগেটিভ)। কিন্তু মশা রক্ত খায় মূলত প্রোটিন ও আয়রন গ্রহণের জন্য, ডিম পাড়ার আগে প্রজনন প্রক্রিয়া সফল করতে। তাই রক্তে Rh ফ্যাক্টর আছে কি না, সেটা তাদের জন্য কোনো গুরুত্ব রাখে না।