তত্ত্বগতভাবে হয়তো সম্ভব, কিন্তু বাস্তবে ভবিষ্যতের জন্য জমিয়ে রাখা প্রায় অসম্ভব। এর প্রধান কারণ হলো, সাধারণ রেফ্রিজারেশন পদ্ধতিতে রক্ত (বিশেষ করে লোহিত রক্তকণিকা) সর্বোচ্চ ৪২ দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। আপনি যেহেতু তিন মাস (প্রায় ৯০ দিন) পর পর রক্তদান করবেন, আপনার দ্বিতীয়বার রক্ত দেওয়ার অনেক আগেই প্রথম ব্যাগ রক্ত ব্যবহারের অনুপযোগী হয়ে পড়বে। {বলে রাখা ভালো একজন সুস্থ ও সবল মানুষ সাধারণত প্রতি চার মাস পর পর রক্ত দিতে পারেন।} যদিও ক্রায়োপ্রিজারভেশন নামক একটি অত্যন্ত ব্যয়বহুল এবং জটিল প্রযুক্তির মাধ্যমে রক্ত ১০ বছর পর্যন্ত হিমায়িত করে রাখা যায়, এটি সাধারণ মানুষের জন্য সহজলভ্য নয় এবং জরুরি প্রয়োজনে তাৎক্ষণিকভাবে ব্যবহার করা যায় না।
নিজের রক্ত ব্যবহারের যে পদ্ধতি (অটোলোগাস ট্রান্সফিউশন) প্রচলিত আছে, তা শুধুমাত্র কোনো নির্দিষ্ট বড় অপারেশনের আগে চিকিৎসকের পরামর্শে স্বল্প সময়ের জন্য করা হয়।