আমার বাবা মা মেধাবী, আমিও তাদের মতো টপ স্টুডেন্ট হতে চাই। দিনরাত পড়াশুনা করলেও অনেক জিনিস দেরিতে বুঝি। আবার আমার স্মৃতি এতই দুর্বল যে কয়েক মিনিটে ভালমতো বোঝা টপিক আমি ভুলে যাই। পড়া ধরে রাখতে পারি না। এর অর্থ কি আমার মেধা কম? নাকি স্মৃতি শক্তিটাই দুর্বল, তা বাড়াতে কাজ করতে হবে?