আলোর বিক্ষেপণ ও প্রতিসরণের কারণে এমনটা হয়। তবে সচরাচর সূর্যাস্তের সময় আকাশের রং লাল দেখা যায়। সূর্যাস্তের সময় আলোর বিক্ষেপণের কারণে বিভিন্ন রঙের তরঙ্গ দৈর্ঘ সৃষ্টি হয় বিধায় তখন আকাশে বহুমুখী রঙের আভা দেখা যায়, শুধু যে নীল তা নয়। নীল আলোর তরঙ্গ দৈর্ঘ সবচেয়ে কম বিধায় আকাশে তা সবচেয়ে বেশী বিক্ষিপ্ত দেখা যায়। পক্ষান্তরে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ সববেয়ে বেশী বিধায় আকাশে তা সবচেয়ে কম বিক্ষেপিত দেখা যায়।