পঙ্গপাল হচ্ছে এক ধরনের পতঙ্গ যারা ঝাকে ঝাকে উড়ে বেড়ায় এবং ফসলি জমিতে আক্রমণ করে। পঙ্গপালের একটি বড় ঝাঁক একদিনে প্রায় 35 হাজার লোকের খাবার সাবাড় করে ফেলতে পারে। বলা হয়ে থাকে 1 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে প্রায় অবস্থিত একটি পঙ্গপালের ঝাকে প্রায় চার কোটি পঙ্গপাল থাকতে পারে। পঙ্গপাল দমনে সবচাইতে বড় হাতিয়ার হচ্ছে পাতিহাঁসের ঝাঁক। পঙ্গপাল হাঁসের প্রিয় খাদ্য তালিকায় শীর্ষস্থানে। আর আমরা তো প্রায় সকলেই জানি হাঁসের খাওয়া লাগামহীন। অবিরত খেতেই থাকে। ২০০০ সালে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনজিয়াংও পঙ্গপাল সংকটে পড়েছিল। সে সময় তারা হংস বাহিনী ব্যবহার করে পরিস্থিতি সামাল দিয়েছিল।