মায়োপিয়া (দূরের দৃষ্টি সমস্যা) বা হাইপারোপিয়া (কাছের দৃষ্টি সমস্যা) থাকা ব্যক্তিদের জ্বর বা মাথাব্যথার সময় চশমা পরলে চোখের পেশীতে অতিরিক্ত চাপ পড়ে, যা মাথাব্যথা আরও বাড়িয়ে দেয়।
জ্বর হলে শরীর অনেকটাই দুর্বল হয়ে পড়ে। যার ফলে শরীর স্বাভাবিকভাবে সিগন্যাল আদান-প্রদান করতে পারে না। এসময় মায়োপিয়া ও হাইপেরোপিয়া আক্রান্ত ব্যক্তি চশমা পড়লে চোখে স্বাভাবিকের চেয়ে বেশি ফোকাস দিতে হয়। যার ফলে চোখের আশেপাশে পেশি ক্লান্ত হয়ে যায় এবং মাথা ব্যাথার সৃষ্টি করে। এছাড়া চশমার ফ্রেম এথময়েড সাইনাসের কাছাকাছি থাকে।যা মাথা ব্যাথার সহায়ক হিসেবে কাজ করে। যার ফলে ব্যথা আরো তীব্র হয়।