ট্রেডমিল বা চলন্ত বেল্ট যতই দ্রুত ঘুরুক, সেটা শুধু প্লেনের চাকার গতিকে প্রভাবিত করবে, কিন্তু বাতাসের প্রবাহে কোনো পরিবর্তন আনবে না।
একটা প্লেন টেক-অফ করতে হলে দরকার হয় উপযুক্ত লিফট বা উত্তোলন শক্তি, যা তৈরি হয় যখন প্লেনের ডানার উপর দিয়ে বাতাস প্রবাহিত হয়। অর্থাৎ, প্লেনকে বাতাসের ভেতর দিয়ে প্রকৃত গতিতে সামনে এগোতে হবে—ট্রেডমিল যত দ্রুতই ঘুরুক না কেন, তা প্লেনের শরীরকে সামনে এগিয়ে নেয় না, শুধু চাকা ঘোরে।
যদি একটা প্লেন ট্রেডমিলের উপর দাঁড়িয়ে থাকে আর ট্রেডমিল চলতে থাকে, তাহলে চাকা ঘুরবে ঠিকই, কিন্তু প্লেন সামনে যাবেনা—ফলে ডানার ওপর বাতাস প্রবাহিত হবে না, লিফট তৈরি হবে না, আর প্লেন উড়তেও পারবে না।