সাধারণভাবে ট্যারা চোখ একটিই হয়ে থাকে, আর এর পেছনে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ। চোখ নাড়াচাড়ার জন্য ৬টি পেশি কাজ করে। যদি এক চোখের পেশিতে সমস্যা হয়, তাহলে সেই চোখটি ঠিকভাবে সামনে তাকাতে পারে না এবং সরে যায়। আবার এক চোখ যদি কম দেখে, তাহলে মস্তিষ্ক ভালো চোখের ওপর নির্ভর করে, আর দুর্বল চোখটা অকার্যকর হয়ে ট্যারা হয়ে যায়। এছাড়াও চোখ নিয়ন্ত্রণের কাজ করে মস্তিষ্ক। কখনো কখনো সেই নিয়ন্ত্রণ ঠিকঠাক না হলে একটি চোখ সঠিকভাবে কাজ না করে এবং ট্যারা হয়। তাই চোখ দুটো থাকলেও ট্যারা সাধারণত একটিই হয়, কারণ এক চোখে সমস্যা হলে মস্তিষ্ক শুধু ভালো চোখ ব্যবহার করে।
#চোখের_স্বাস্থ্য #চোখ_ট্যারা #Diplopia #dibbonath #দ্বৈত_দৃষ্টি #Strabismus #dibbo #VisionProblem #BrainAndVision#চোখ