সব ট্যারা মানুষ সবসময় দুইটা বস্তু দেখে না। সাধারণভাবে, একজন ট্যারা মানুষের এক চোখ সোজা থাকলেও অন্য চোখটা একটু হেলে থাকে বা ভিন্ন দিকে তাকায়। কিন্তু ছোটবেলা থেকে যদি এমন অবস্থা থাকে, তাহলে মস্তিষ্ক ধীরে ধীরে সামঞ্জস্য করতে শিখে যায় অর্থাৎ দুই চোখ থেকে আসা চিত্রের মধ্যে একটা উপেক্ষা (suppression) করে দেয়। ফলে, তারা বাস্তবে একটা জিনিসকেই দেখে।
অন্যদিকে, এমন কিছু মানুষ আছে যাদের চোখ সবসময় ট্যারা না বরং চোখের পেশির দুর্বলতা বা ক্লান্তির কারণে মাঝে মাঝে ট্যারা হয়ে যায়। তখন হঠাৎ করে দুইটা বস্তু দেখা শুরু হয়, যেটা হলো দ্বৈত দৃষ্টি বা Diplopia।
#চোখের_স্বাস্থ্য #চোখ_ট্যারা #Diplopia #dibbonath #দ্বৈত_দৃষ্টি #Strabismus #dibbo #VisionProblem #BrainAndVision