Sumaiya Tasnim-
সাধারণত আমরা বাসাবাড়িতে যে গ্যাস ব্যবহার করে থাকি তা হচ্ছে মিথেন গ্যাস যা অক্সিজেনের সংস্পর্শে এলে শুধুমাত্র তাপ বিকিরণ করে এবং অল্প আলো প্রদান করে। কিন্তু মোমবাতি যেহেতু কোন গ্যাসের জ্বলন ঘটাচ্ছে না এবং মোম দাহ্য পদার্থ হয়ে থাকে বিধায় এতে তাপ বিকিরণ কম কিন্তু আলো প্রদান বেশি হয়ে থাকে।