শুধু মানুষদের মধ্যেই মন ও বিবেক আছে অন্য প্রাণীদের মধ্যে নেই, এটা বৈজ্ঞানিক দৃষ্টিতে সম্পুর্ণ সঠিক নয়। অন্য প্রাণীরও আবেগ, অনুভূতি, নৈতিকতার কিছু উপাদান লক্ষ্য করা যায় কিন্তু তাদের আর মানুষদের মধ্যে মেইন পার্থক্য হলো মানুষের ক্ষেত্রে এগুলো অনেক বেশি জটিল ও বিস্তর ভাবে গড়ে উঠেছে।
এটা বুঝতে হলে সবার আগে আমাদের এটা বুঝা দরকার যে মন আর বিবেক আসলে কি জিনিস। অনুভব করা, চিন্তা করা, স্মৃতি রাখা, সিদ্ধান্ত নেওয়া ইত্যাদি ক্ষমতার সমন্বয়কেই আমরা মন হিসেবে চিনি। আবার বিবেক বলতে আমরা বুঝি নিজের কাজকে নৈতিকভাবে বিচার করার ক্ষমতা। আপনি একটু লক্ষ্য করলেই এসব গুণ আপনার আশেপাশে বেশ কয়েকটি প্রাণীর মধ্যে দেখতে পারবেন। অর্থাৎ তাদেরও এই বিশেষ গুণ বা বৈশিষ্ট্য আছে তবে মানুষের মতো এতো বেশি নয়। মানুষের নিউরাল নেটওয়ার্ক অনেক বেশি জটিল বিশেষ করে প্রিফ্রন্টাল কর্টেক্স অংশ যা পরিকল্পনা, ভাষা, নৈতিকতা, আত্ম-সচেতনতা ইত্যাদিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মানুষের মস্তিষ্কে গড় হিসেবে প্রায় ৮৬ বিলিয়ন নিউরন থাকে আর শরীরের তুলনায় মানুষের মস্তিষ্কের আকার সবচেয়ে বেশি। শুধু এসব গঠনগত কারণেই নয়, সামাজিক কিছু কারণেও মানুষের মধ্যে এই বৈশিষ্ট বেশি দেখা যায়। একটা মানুষ জন্মের পর থেকেই একটা সামাজিক নিয়ম-শৃঙ্খলা, ধর্মীয় মূল্যবোধ ইত্যাদির মাধ্যমেই বড় হয়। এজন্যও মানুষের ব্রেইনের ডেভেলপমেন্টও দ্রুত হয় যেটা অন্যান্য প্রাণীদের মধ্যে সেভাবে হয় না এজন্য অন্যান্য প্রানীদের মধ্যেও এই বৈশিষ্ট তেমন লক্ষণীয় হয় না।
Abdullah Al Masud
Team Science Bee