সাপের বিষ টক্সিক হলেও সেটা কোনও ক্ষত বা ইনজেকশনের মাধ্যমে সরাসরি রক্তে প্রবেশ না করলে খাবার মতোই হজম হয়ে যায়, কারণ বিষের প্রোটিন ও এনজাইমগুলো পাকপ্রক্রিয়ায় ভেঙে যায় এবং তেমন কোনো ক্ষতি করো না।
সাপের বিষ venom। বাকি বিষ হলো poison যার জন্য রক্তে মেশা জরুরি নয়। কোষের সংস্পর্শে আসলেই ক্রিয়া করে।