অন্ডকোষে সামান্য টোকা লাগলেই এত বেশি ব্যথা হয় কারণ এই জায়গাটা অসাধারণ রকম সংবেদনশীল। এখানে অসংখ্য নার্ভ এন্ডিং থাকে, যার ফলে ছোট্ট একটা আঘাতও মস্তিষ্কে বিশাল এক ব্যথার সংকেত পাঠায়। কিন্তু শুধু তাই না অন্ডকোষের স্নায়ু পেটের ভেতরের অংশ, বিশেষ করে কিডনি ও পেটের তলদেশের স্নায়ুর সঙ্গে সরাসরি সংযুক্ত। তাই অন্ডকোষে ব্যথা লাগলে শুধু নিচেই নয়, পেট পর্যন্ত ব্যথা ছড়িয়ে পড়ে। অনেক সময় এতে বমি বমি ভাব, মাথা ঘোরা বা শ্বাস বন্ধ হয়ে আসার অনুভূতি পর্যন্ত হয়। ব্যথাটা এমন মারাত্মক হয়, কারণ এই অংশটা খুবই স্পর্শকাতর এবং প্রাকৃতিকভাবেই পুরুষের শরীর এটাকে অতি মূল্যবান সম্পদ হিসেবে দেখতে যতটা সম্ভব রক্ষা করতে চায়। তাই স্বয়ং ব্রেইনও একে ধাক্কা খাওয়ার সঙ্গে সঙ্গে বিপদের সিগন্যাল পাঠিয়ে দেয়, যেন দেহটা যত দ্রুত সম্ভব সেফ মোডে চলে যেতে পারে।
© Mohammad Faisal