প্রথমত চাঁদের নিজস্ব কোনো আলো নেই। সুর্যের আলো প্রতিফলিত হয়ে আমাদের পৃথিবীকে আলোকিত করে। চাঁদকে যদি কোনো ভাবে ঢেকে রাখা যায় বা সূর্যের আলো যাদি চাঁদে না পৌঁছাতে না দেওয়া হয় তাহলে চাঁদ পুরোপুরি অন্ধকার হয়ে যাবে। স্বাভাবিকভাবেই তখন আর চাঁদ সুর্যের আলো প্রতিফলিত করতে পারবে না। ঠিক অমবস্যার সময় যেরকমটা হয়, সেরকমই অবস্থার হবে পৃথিবীর।
আবার যদি চাঁদের অট্টালিকা বানানো হয়, বসতি হয় তাহলে তখন প্রতিফলনের ধরনটা বদলে যাবে। অট্টালিকাগুলো চাঁদের কিছু অংশে ছায়া ফেলতে পারে যার কারণে কিছু এলাকা তুলনামূলকভাবে কম আলো প্রতিফলন করতে পারবে। আবার ধরুন, মানুষ চাঁদে গিয়ে অনেক গুলো সোলার প্যানেল বসালো সূর্যের আলো থেকে বিদ্যুৎ তৈরি করার জন্য। তখন সোলার প্যানেল সুর্যের আলো শোষণ করবে। ফলে আলোর প্রতিফলনও কমে যাবে।
তাই প্রথমত চাঁদকে ঢেকে দিলে চাঁদ অন্ধকার হয়ে যাবে, পৃথিবীতে আর আলো প্রতিফলিত করতে পারবে না। দ্বিতীয়ত চাঁদে জন-বসতি গড়ে উঠলে চাঁদের পৃষ্ঠে সূর্যের আলো পড়ার সময় বাধাগ্রস্থ হবে যার ফলে আলোর প্রতিফলনও কমে যাবে।
চাঁদের গঠন, অবস্থান, দশা সম্পর্কে বিস্তারিত জানুনঃ https://svs.gsfc.nasa.gov/4874
Abdullah Al Masud
Team Science Bee