বিগ ব্যাং এর পর মহাবিশ্ব শুরুর ১ সেকেন্ডের ট্রিলিয়ন ভাগের ১ ভাগ সময় (১×১০^-১২ সেকেন্ড) পর উত্তপ্ত এই মহাবিশ্বে ধীরে ধীরে কোয়ার্ক ও লেপটন তৈরি হচ্ছিল। আর তখন মহাবিশ্ব প্রচন্ড উত্তপ্ত ছিল এবং প্রচন্ড শক্তি ছিল অনেক ছোট জায়গার মধ্যে। আর এই শক্তিই মূলত বিরাজ করছিল ফোটন রূপে। প্রচন্ড শক্তির কারণে এই ফোটন তখন অ্যান্টিফোটনের সাথে সংঘর্ষ করে আবার ফোটন উৎপন্ন করছিল। অর্থাৎ বিগব্যাং এর সময়ে যে শক্তি অবমুক্ত হচ্ছিল সেটাই ফোটন আকারে ছিল।