স্পেস জাঙ্ক বা মহাকাশের আবর্জনা পৃথিবীর জন্য ঠিক কতটা নেতিবাচক হতে পারে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
278 বার দেখা হয়েছে
"জ্যোতির্বিজ্ঞান" বিভাগে করেছেন (9,280 পয়েন্ট)

2 উত্তর

0 টি ভোট
করেছেন (9,280 পয়েন্ট)
১৯৫০ এর দশকে এটা কল্পনাও করা যেতো না যে আমরা একসময় মহাকাশে পাড়ি জমাবো।

কিন্তু গত কয়েক দশকে আমরা দারুণ সব অগ্রগতি সাধন করেছি। আবিষ্কার করেছি বিজ্ঞানের অজানা বহু তথ্য। পৃথিবীর এক প্রান্তের সাথে আরেক প্রান্তের সংযোগ স্থাপন করা হয়েছে।

এই সংযোগ শুধু পৃথিবীর মধ্যেই সীমিত থাকে নি। আমরা চলে গেছি সুদূর মহাকাশেও।

কিন্তু সব অগ্রগতিই কিছু না কিছু জিনিস পেছনে রেখে গেছে।

মহাকাশে আমরা গেছি, কিন্তু সেখানেও আমরা তৈরি করেছি আবর্জনা।

প্রতিবারই মহাকাশে যখন কোন যান পাঠানো হয়েছে বা স্যাটেলাইট স্থাপন করা হয়েছে তখনই সেটা সেখানে রেখে এসেছে কিছু বর্জ্য। সেই স্তূপ ক্রমশই বড় হচ্ছে।

বিজ্ঞানীরা বলছেন, এখন সময় হয়েছে সেসব পরিষ্কার করার।

আমাদের এই গ্রহের চারপাশে যে মহাকাশ তাতে ছড়িয়ে ছিটিয়ে আছে অগণিত সব বর্জ্য।

এসব বর্জ্য সেখানে খুব দ্রুত গতিতে ছোটাছুটি করছে।

বিজ্ঞানীর বলছেন, এসব বর্জ্য ভবিষ্যতের যেকোন অভিযানের জন্যেও হুমকি হয়ে উঠেছে।

ব্রিটেনে সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ড. হিউ লুইস বলেছেন, এসব বর্জ্য বহু জিনিস থেকেই তৈরি হয়েছে। সেখানে চালানো যেকোন মিশন বা সেখানে পাঠানো যেকোন মহাকাশ যান শেষ পর্যন্ত বর্জ্যে পরিণত হতে পারে।

"অনেকেই মনে করছেন, এই মহাকাশের আবর্জনা ধারণ করার জন্যে যতো ক্ষমতা আছে ইতোমধ্যেই সেই সীমা পার হয়ে গেছে। এর ফলে ভবিষ্যতে অনেক সংঘর্ষ হতে পারে। আমরা মনে হয়, এই ধারণা প্রমাণ করার জন্যে তথ্যপ্রমাণ এখনও মানুষের হাতে এসে পৌঁছেনি। তারপরেও বলবো, মহাকাশের এই দূষণ এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে এখন তার একটু যত্ন করা উচিত," বলেন তিনি।

অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে আমরা এই মহাকাশ দখল করার যুদ্ধে লিপ্ত হয়েছি।

আর এই যুদ্ধে আমরা প্রতিনিয়তই মহাকাশ দূষণ করে চলেছি।

এখন চিন্তাভাবনা শুরু হয়েছে কিভাবে এসব আবর্জনা পরিষ্কার করা যায় সে বিষয়ে।

তবে প্রশ্ন হচ্ছে এরকম বিশেষ একটি অভিযানে প্রথমে কে কাজটা শুরু করবে?

এখন দেখা যাক আমাদের পৃথিবীর কাছের মহাকাশে কি পরিমাণে দূষণ ঘটেছে।

বিজ্ঞানীরা বর্তমানে ১০ সেন্টিমিটারেরও বেশি প্রশস্থ ২২ হাজারেরও বেশি স্পেস জাঙ্কের ওপর নজর রাখছেন। এই আবর্জনার পরিমাণ প্রায় সাত হাজার টন।

যুক্তরাজ্যে সারি স্পেস সেন্টার আগামী বছরে এরকম একটা উচ্চাকাঙ্ক্ষী পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়ার পরিকল্পনা করছে।

এটি হবে পরীক্ষামূলক। প্রথমে তারা একটি যান পাঠাবে মহাকাশে। তারপর ওই যান থেকে ছুড়ে ফেলা হবে বিশেষভাবে তৈরি কিছু বর্জ্য। এবং পরে সেখানে জাল ফেলে ওই বর্জ্যটি ধরার চেষ্টা করবে।

উদ্দেশ্য হচ্ছে- পৃথিবীর কক্ষপথে পড়ে থাকা একটি স্যাটেলাইট ধরার কাজ কতোটা সহজ বা কঠিন সেটি পরীক্ষা করে দেখা।

এরকম আরো কিছু পরীক্ষা চালাবেন সারি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা।

তার একটি হবে মহাকাশেই এই আবর্জনাকে ধ্বংস করে ফেলার পরীক্ষা। এই প্রকল্পেরই একজন বিজ্ঞানী ড. জেসান ফরশো বলছেন, "এই পরিচ্ছন্নতার অভিযান নিয়ে আমরা খুবই উত্তেজনা বোধ করছি।"

"এটা উদ্বোধন করা হবে আগামী বছর। এটা হবে এধরনের প্রথম একটি মিশন যেখানে মহাকাশের আবর্জনা পরিষ্কার করার প্রযুক্তি পরীক্ষা করে দেখা হবে।"

এই যন্ত্রটি এখনও তৈরি হয়নি। তবে নির্মাণের কাজ চলছে।

এই মিশনে খরচ হবে ১৫ মিলিয়ন ইউরোর মতো। কিন্তু একেকটি মিশনে টার্গেট করা হবে একটি মাত্র বিশেষ বর্জ্যকে।

 

তাহলে এতো অর্থ খরচ করে এরকম একটি অভিযান চালানোর দরকার কি?

ড. জেসান ফরশো বলছেন, "মহাকাশের এই আবর্জনা বা দূষণকে আমি তুলনা করতে চাই বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধির সাথে।"

তিনি বলেন, "এটা এমন এক ধরনের সমস্যা যেটার সমাধানে কেউ অর্থ খরচ করতে চায় না। তবে এটা করা অপরিহার্য্য। ধরুন আপনি হয়তো একশো মিলিয়ন ডলার খরচ করে একটি স্যাটেলাইট পাঠালেন, সেটি সামান্য একটি বর্জ্যের সাথে সংঘর্ষে পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে। তখন আমাদের মনে হবে যে এসব আবর্জনা পরিষ্কারের জন্যে আমরা আরো আগে থেকেই কাজ শুরু করতে পারতাম।"

মহাকাশে এসব বর্জ্য কিভাবে তৈরি হয়, কি পরিমাণে ও কি ধরনের বর্জ্য আছে সেখানে, সেগুলো থাকলে অসুবিধা কি এবং এসব আবর্জনা কি আসলেই পরিষ্কার করা সম্ভব- এসব নিয়ে শুনুন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানী ড. অমিতাভ ঘোষের সাক্ষাৎকার।

বিজ্ঞানীরা বলছেন, শুধু বর্জ্য পরিষ্কারের জন্যেই এই মিশনের কথা বলা হচ্ছে না। এসব পরিষ্কার করা এজন্যেও জরুরী যাতে ভবিষ্যতে কোন মহাকাশ যানের সাথে সংঘর্ষে আরো বর্জ্য তৈরি হতে না পারে সেজন্যেও।

আশঙ্কা হচ্ছে, বর্তমান হারে যদি মহাকাশ দূষণ চলতেই থাকে তাহলে তার বড়ো রকমের ক্ষতিকর প্রভাব পড়তে পারে আমাদের এই পৃথিবীর ওপরেও।

(বিবিসি নিউজ)
0 টি ভোট
করেছেন (5,210 পয়েন্ট)
এটি অধিকাংশ বাতাসের সংস্পর্শে এসে পুড়ে যায়। তবে কিছু কিছু অংশ সমুদ্র সহ ভূমিতে আঘাত করে।

ধন্যবাদ
করেছেন (9,280 পয়েন্ট)
উত্তর দিলে বিস্তারিত ভাবে লিখুন। এত ছোট ব্যাখ্যা দিয়ে পয়েন্ট অর্জনের কোনো মানে হয়না।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
2 টি উত্তর 239 বার দেখা হয়েছে
31 ডিসেম্বর 2021 "জ্যোতির্বিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,480 পয়েন্ট)
+2 টি ভোট
2 টি উত্তর 1,146 বার দেখা হয়েছে
+2 টি ভোট
2 টি উত্তর 294 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 380 বার দেখা হয়েছে

10,775 টি প্রশ্ন

18,461 টি উত্তর

4,743 টি মন্তব্য

268,689 জন সদস্য

44 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 43 জন গেস্ট অনলাইনে
  1. Tazriyan

    190 পয়েন্ট

  2. Eyasin

    110 পয়েন্ট

  3. VirgilioBart

    100 পয়েন্ট

  4. 88clb1covn

    100 পয়েন্ট

  5. ae888chinaauto

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান পৃথিবী রোগ রাসায়নিক শরীর #ask রক্ত আলো মোবাইল ক্ষতি চুল কী #science চিকিৎসা পদার্থবিজ্ঞান সূর্য প্রযুক্তি স্বাস্থ্য মাথা প্রাণী গণিত বৈজ্ঞানিক মহাকাশ পার্থক্য #biology এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম শীতকাল #জানতে কেন ডিম চাঁদ বৃষ্টি কারণ কাজ বিদ্যুৎ রাত রং উপকারিতা শক্তি লাল আগুন সাপ মনোবিজ্ঞান গাছ খাবার সাদা আবিষ্কার দুধ উপায় হাত মশা শব্দ মাছ ঠাণ্ডা মস্তিষ্ক ব্যাথা ভয় বাতাস স্বপ্ন তাপমাত্রা গ্রহ রসায়ন উদ্ভিদ কালো পা কি বিস্তারিত রঙ মন পাখি গ্যাস সমস্যা মেয়ে বৈশিষ্ট্য হলুদ বাচ্চা সময় ব্যথা মৃত্যু চার্জ অক্সিজেন ভাইরাস আকাশ গতি দাঁত কান্না আম হরমোন বাংলাদেশ
...