একই দৈর্ঘ্যের একটি লােহার এবং একটি পিতলের পাত কক্ষেও তাপমাত্রায় পরস্পরের সহিত জোড়া লাগাই। কক্ষের সাধারণ তাপমাত্রায় যুগ পাত সােজা থাকিবে। উহাকে হাত দিয়া বল প্রয়ােগেও বাঁকানাে যাইবে না। অতঃপর পাত দুইটিকে উত্তপ্ত করলে দেখা যাইবে যে, পিতলের পাত বাহিরের দিকে অর্থাৎ উত্তল তলে এবং লােহার পাত ভিতরের দিকে অর্থাৎ অবতল তলে ধনুকের মত বাঁকিয়া গিয়াছে। তাপে লােহা পিতল অপেক্ষা কম প্রসারিত হয় বলে পিতলের পাত লােহার পাতটিকে বাঁকিয়া ফেলে। আবার পাত দুইটিকে বরফে ঠাণ্ডা করিয়া দেখা যাইবে উহারা এমনভাবে বাঁকিয়া গিয়াছে যে, লােহার পাত উত্তল তলে এবং পিতলের পাত অবতল তলে থাকিবে।