প্রতিপাদন/ডেরিভেশন করে শিখতে পারলে মনে রাখা সহজ হয়। ডেরিমেশন করার পর সূত্র ও এর প্যারামিটারের পরিচয় একটা নোট কাগজে লিখে বারবার চর্চা করলে সহজে মনে রাখতে পারবেন।
প্রতি অধ্যায়ের এমন কনসেপ্ট আর সূত্র গুলো শুধু যদি আলাদা করে লিখে নোট রাখেন। তবে চোখ বুলালেই মনে পড়বে।