গোলাপি রং(Pink) বাংলায় এর উৎপত্তি গোলাপের গাঢ় আভা থেকে।ফারসি ভাষা 'গুলাব': বাংলায় পরিবর্তন হয়ে "গোলাপ" হয়।গুলাবের রংকে 'গুলাবী' নামে অভিহিত করা হয়।সেই ধারাবাহিকতায় গোলাপের রংকে ''গোলাপী'' বলা হয়।যা ভালোবাসা/কোমলতার প্রতীক হিসেবে গণ্য করা হয়।