জানালা-দরজা বন্ধ থাকলেও ঘর পুরোপুরি বায়ুরোধী হয় না। দরজা, জানালার ফ্রেমের সূক্ষ্ম ছিদ্র ও ফাটল দিয়ে বাইরের ধুলোবালি ও বাতাস অনবরত ভেতরে প্রবেশ করে। এছাড়া ঘরের ভেতরেও প্রতিনিয়ত ধুলো তৈরি হয়। আমাদের শরীরের মৃত কোষ, চুল, পোষা প্রাণীর লোম এবং রান্নাবান্নার সামগ্রী থেকে সূক্ষ্ম কণা বাতাসে মেশে।
এমনকি হাঁটাচলার ফলে বাহিরের অথবা ভিতরে জমে থাকা ধুলো পুনরায় বাতাসে ছড়িয়ে পড়ে। অনেক সময় ঘর পরিষ্কারের সামগ্রী থেকেও নতুন ধুলিকণা তৈরি হতে পারে। ফলে সব বন্ধ থাকলেও ঘরবাড়ি ধুলোমুক্ত থাকে না।