চ্যাট জিপিটির নিজস্ব কোনো ডাটাবেস বা ডাটা সেন্টার নেই। এটি একটি বিশাল Large Language Model (LLM), যা ইন্টারনেটে পাবলিকলি এভেইলেবল এরকম সোর্স থেকে (যেমনঃ বই, জার্নাল, নিউজ, ওপেন ডেটাসেট) ডাটা কালেক্ট করে সেগুলো দিয়ে ট্রেইন করানো হয়। এই ট্রেইন করানোর সময় এমনটা না যে ডাটা গুলো মেমোরি আকারে সেভ করে রাখা হয় বরং শব্দ, বাক্য, ও তথ্যের মধ্যে থাকা সম্পর্ক ও প্যাটার্ন শিখানো হয়। যখন চ্যাট জিপিটিকে কোনো প্রশ্ন করা হয় তখন তার সেখা সেই শেখা প্যাটার্নের উপর ভিত্তি করে সম্ভাব্য সবচেয়ে সঠিক ও প্রাসঙ্গিক উত্তর তৈরি করে। তবে এর সার্ভারগুলো শক্তিশালী ডেটা সেন্টারে চলে যেখানে বিলিয়ন বিলিয়ন প্যারামিটার কাজ করে উত্তর তৈরির জন্য। সাধারণ ভাবে চ্যাট জিপিটি কোনো ডাটা কালেক্ট না করলেও এখানে ওয়েব সার্চ অপশন চালু করার ফিচার রয়েছে। অর্থাৎ আপনি যদি চান রিয়েলটাইম ডাটার ভিত্তিতে আপনাকে আরও প্রাসঙ্গিক উত্তর দিক, ইন্টারনেট থেকে ইনফরমেশন কালেক্ট করে আপনার দেওয়ার Prompt বা Task সম্পুর্ণ করুক তাহলে এই অপশন চালু করলে চ্যাট জিপিটি ওয়েব সার্চ করে ডাটা কালেক্ট করে আপনার উত্তর দিবে।
Abdullah Al Masud
Team Science Bee