আমাদের ব্যাবহৃত লিথিয়াম আয়ন ব্যাটারিগুলোকেই মূলত ফুলে উঠতে দেখা যায়।
গ্যাসই মূলত এসব ব্যাটারি ফোলার জন্য দায়ী।একটি ব্যাটারির দুটি পয়েন্ট থাকে...একটি পজিটিভ পয়েন্ট বা ক্যাথোড এবং অন্যটি নেগেটিভ পয়েন্ট বা অ্যানোড। লিথিয়াম আয়ন ব্যাটারির আয়নগুলো বার বার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছোটাছুটি করে।এর মধ্যে মুলত একটি সেমি ফ্লুইড অংশ(গুপ)থাকে। ব্যাটারিতে থাকা এই গুপ এর একটি নিদ্রিষ্ট লাইফ সাইকেল রয়েছে।অনেকদিন ব্যাটারি ব্যাবহার না করলে অথবা দীর্ঘদিন ধরে ব্যাবহার করলে এটি নষ্ট হতে শুরু করে এবং ভিতরে গ্যাস উৎপন্ন হয়।যার কারণে ব্যাটারি ফুলে যায়।
তবে সতর্কতার সঙ্গে ব্যবহার করলে এ ব্যাটারি ফুলে ওঠার সমস্যা এড়ানো সম্ভব। জেনে নেয়া যাক ব্যাটারি ফুলে ওঠা রোধে কি করণীয়!
➤সারা রাত ফোন চার্জে রাখা যাবে না।
➤অতিরিক্ত ব্যবহার অর্থাৎ একটানা ফোনের সব অপশন চালু রেখে মোবাইল চালানো যাবে না।
➤৩জি/৪জি অপ্রয়োজনে চালু/এনাবল করে রাখা যাবে না।
➤ফোনের ব্রাইটনেস সবসময় ফুল রাখা যাবে না।
➤পাওয়ার সেভ মোড ব্যবহার করতে হবে।
➤এক্সট্রা ফিচার যেমন স্যামসাংয়ে স্মার্ট স্টে এই ধরনের ফিচার অফ রাখতে হবে।
➤ফোনের ডে-ড্রিম ফিচারটি এনাবল থাকলে সেটি ডিসেবল করে রাখতে হবে।
➤একটানা গেমস খেলা, নেট ব্রাউজিং করা যাবে না।
ফোনের রুট এক্সেস থাকলে অনেক অ্যাপস একসঙ্গে চালু করা হয়। এতে ফোনের উপর প্রেসার পড়ে। এটি করা যাবে না।
➤রোদ বা উত্তাপ হতে যতটা সম্ভব ফোনকে দূরে রাখতে হবে।
যত প্রকার ব্যাটারি অ্যাপস আছে তা থেকে দূরে থাকতে হবে। এটি যে পরিমাণ শক্তি সঞ্চয় করে তার চেয়ে দ্বিগুণ শক্তি অপচয় করে।
➤অতিরিক্ত ব্যবহার অর্থাৎ একটানা ফোনের সব অপশন চালু রেখে মোবাইল চালানো যাবে না।
তথ্যসূত্রঃ1.Washingtonpost
2.Dhakatimes