কারণ বাতাসের তুলনায় পানির ঘনত্ব অনেক বেশি। ফলে কোন বস্তু বাতাসের তুলনায় পানিতে চলাচলে অধিক বাধাপ্রাপ্ত হয়। মনে হয় যেন উর্ধমুখি ( অভিকর্ষের বিপরীতে অর্থাৎ উপরের দিকে) বল কাজ করছে। তাই পানিতে কোন বস্তু এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে কম কষ্ট হয়। ফলে পানিতে থাকা কোন বস্তু বাতাসে থাকা কোন বস্তুর তুলনায় হালকা মনে হয়।