শনির চারদিকের বলয় প্রকৃতপক্ষে শনির ধ্বংসপ্রাপ্ত উপগ্রহের অংশবিশেষ । সাড়ে চার বিলিয়ন বছর পূর্বে যখন আমাদের সৌরজগত সৃষ্টি হয়েছিল , তখন তার সাথেই সৃষ্টি হয়েছিল শনি এবং তার উপগ্রহ । তবে একটি সুস্থিত কক্ষপথ লাভ করার জন্য উপগ্রহটি শনির খুব কাছেই অবস্থান করত । এরপর উপগ্রহটি ঘূর্ণায়মান অবস্থায় শনির খুব কাছে চলে আসে এবং শনির মাধ্যাকর্ষণ বলের প্রভাবে সেটি চূর্ণবিচূর্ণ হয়ে যায় । এখন সেই চূর্ণবিচূর্ণ অংশগুলি শনির মাধ্যাকর্ষণ বলের প্রভাবে তার চারদিকে ঘুরছে এবং একটি বলয়ের মত অবস্থান করছে ।