ক্রোমোপ্লাস্ট হলো রঙিন প্লাস্টিড। এসব প্লাস্টিডে জ্যান্থফিল, ক্যারোটিন, ফাইকোএরিথ্রিন ও ফাইকোসায়ানিন নামক রঞ্জক থাকে। রঞ্জকসমূহ যথাক্রমে হলুদ, কমলা, লাল ও নীলাভ সবুজ বর্ণের হয়।
পাকা আমের শাঁসে ক্যারোটিন নামক কমলা বর্ণের রঞ্জক বিদ্যমান থাকে বিধায় এর রঙ কমলা হয়।