এটা চার্লসের সূত্র দিয়ে বলা যায়।
আয়তন সমানুপাতিক তাপমাত্রা। তাপমাত্রা বাড়ালে আয়তন বাড়বে।
রিয়েল লাইফ এক্সাম্পল, যেমন আপনি যদি তামার তার রেখে দেন। গ্রীষ্মে তার দৈর্ঘ্য খানিক বৃদ্ধি পাবে, আর শীতে খানিকটা হ্রাস পাবে।
মূলত যখন তাপ দেওয়া হয় গ্যাসীয় মোলিকিউল গুলো এদিক সেদিক ছোটাছুটি খুব বেশী করে ফলে তাদের মধ্যকার আপেক্ষিক গতি বৃদ্ধি পায়। তখন পূর্বের তুলনায় অধিক বেশী আয়তন দখল করে।