বেশ কিছুদিন ধরে আমি লক্ষ্য করলাম গ্রুপের অনেকে নিজেদের পোস্টকে আকর্ষণীয় করতে পোস্টের লেখাগুলোকে Bold কিংবা Italic অথবা অনেক লেখার ফন্ট সাইজ বড় করে পোস্ট করছে। এবং এর সাথে সাথে অনেকে আশ্চর্য হয়ে সেই পোস্টগুলোর কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করে, “ভাইয়া পোস্টের লেখাগুলোকে Bold করলেন কীভাবে?” আবার অনেকে জিজ্ঞেস করে, “ভাইয়া Font Size বড় করলেন কীভাবে?” তখন কমেন্ট বক্সে পোস্টদাতা তাদের বুঝিয়ে দেন কিংবা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন। এরপরেও অনেকের বুঝতে অসুবিধা হয় কিংবা তারা সেভাবে পোস্ট করতে পারে না। আমার নিজেরও আগে এসব বিষয় নিয়ে কৌতূহল কাজ করতো। “কীভাবে পোস্টের লেখাগুলোকে Bold করে?, কীভাবে Font Size বড় করে? কীভাবে Italic ফরম্যাটে পোস্ট করে?”-এসব প্রশ্ন মাথায় উঁকি দিতো। তো চলুন এইসব প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক!প্রথমত বলি, আপনি যদি ডেক্সটপ কিংবা ল্যাপটপ ব্যবহার করে ফেসবুকে পোস্ট করেন তাহলে আপনার সমস্যা হবে না। আপনি খুব সহজেই লেখা Bold, Italic কিংবা Font size বড় করতে পারবেন। কিন্তু বর্তমানে বেশিরভাগ মানুষ মোবাইলেই ফেসবুক ব্যবহার করেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে কী আমরা মোবাইল ব্যবহার করে এসব সুবিধা পেতে পারি না?
অবশ্যই পারবেন! কিন্তু এই কাজগুলো আপনি ফেসবুক এপের মাধ্যমে করতে পারবেন না।
তাই প্রথমে আপনাকে আপনার মোবাইলের ব্রাউজারে (Chrome ব্যবহার করতে পারেন) গিয়ে থ্রি-ডট মেনুবারে ক্লিক করে Desktop Site অপশনটি সিলেক্ট করে নিতে হবে। তারপর আপনি ব্রাউজারের সার্চবারে web.facebook.com -লিখে সার্চ করবেন। তখন আপনার মোবাইল স্ক্রিনে ফেসবুকে লগইন করার জন্য একটি পেইজ শো করবে। তখন আপনি আপনার ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে একাউন্টে লগইন করবেন। তারপর যথারীতি আপনি যে গ্রুপে পোস্ট করতে চান সেখানে গিয়ে What’s on your mind -অপশনে ক্লিক করে লেখা শুরু করবেন অথবা আগে থেকে লেখা কপি করা থাকলে সেখানে পেস্ট করবেন। এবার আপনি পোস্টের যে অংশটুকুতে উপরোক্ত ইফেক্টগুলো দিতে চান সেটি সিলেক্ট করবেন। তারপর দেখতে পাবেন সেখানে নিচের ৭টি অপশন।
B - Bold (লেখা বোল্ড করতে পারবেন)
I - Italic (লেখা আড়াআড়ি বাকাঁ করতে পারবেন)
H1 - Header 1 (Font Size বড় করতে পারবেন)
H2 - HEADER 2
“ - Quote (উক্তি কিংবা কথোপকথনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন)
Ordered List ব্যবহার করতে পারবেন
এবার আপনি আপনার প্রয়োজনমতো ওপরের অপশনগুলো ব্যবহার করতে পারেন।
আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন!
©MEHEDI HASAN | SCIENCE BEE