বিদ্যুৎ হলো আসলে ইলেকট্রন বা চার্জের প্রবাহ। আর ইলেকট্রনকে তো খালি চোখে সম্ভব না তাই আমরা বিদ্যুৎকেও দেখতে পারি না। বিদ্যুতের আলোর মতো কোনো নিজস্ব রঙ বা আকার নেই। আমাদের চোখ আলোর তরঙ্গদৈর্ঘ্য দেখতে পারে কিন্তু বিদ্যুতের এই প্রবাহ আলোর তরঙ্গ নয়। অনেকেই তাহলে বলতে পারেন যে বিদ্যুৎ চমকালে আমরা যে ঝলকানি দেখতে পাই সেটা তাহলে কি? এটি আসলে বিদ্যুৎ ও বাতাসের থাকা গ্যাসের বিক্রিয়ার গলে সৃষ্টি হওয়া আলোক শক্তি। তাই এটাকে বিদ্যুতের সাথে গুলিয়ে ফেলা যাবে না।
Abdullah Al Masud
Team Science Bee