জন্ডিস হবার পর ত্বক এবং চোখ হলুদ হয়ে যাবার পেছনে মূল কারণ হল বিলু- রুবিন।
জন্ডিস মূলত হয় লিভারে সমস্যা হলে। লিভারে সমস্যা হলে তা লোহিত রক্ত কণিকার হিমোগ্লোবিন ভেঙ্গে তৈরি হওয়া বিলুরুবিনকে মলের মাধ্যমে শরীর থেকে বের করে দিতে পারে না। এজন্য রক্তে অনেক বিলুরুবিন জমে বা যায়। বিলুরুবিন এর রঙ হলো হলুদ। এই বিলুরুবিন ত্বকে এবং চোখে জমে তা হলুদ করে ফেলে।
- নাহিদ জাহান ভূঁইয়া