টেস্ট ক্রিকেটে ওভার সংখ্যা বেশি থাকায় ক্রিকেটারদের দীর্ঘ সময় ধরে টানা খেলতে হয়। তাই প্রথমেই যদি দেহের শক্তি খরচ ফেলতে শুরু করে তখন ধীরে ধীরে ক্লান্ত হয়ে খেলতে পারবেনা। তাই মোটামুটি ছন্দ ধরে রেখে, খেলা চালিয়ে যান, যাতে দুর্বলও না হয়, আর খেলা জিততেও পারে।