Abrar Islam Ador
পৃথিবীর ইতিহাসে সব থেকে রহস্যময় বিজ্ঞানী যিনি, তিনি Nikola Tesla. আধুনিক পৃথিবীর কারিগর। পৃথিবীর অধিকাংশ মানুষ তার সম্পর্কে বা তাঁর আবিষ্কার সম্পর্কে কিছুই জানে না। যিনি কিনা ৩০০এর বেশি আবিষ্কারের মালিক। তাঁর আবিষ্কার গুলো তার আমলেই ছিলো অনেক আপডেট। যা বর্তমান যুগেও আধুনিক হিসাবে বিবেচিত হয়। Nikola Tesla ই একমাত্র বিজ্ঞানী যিনি যা চিন্তা করতেন তাই ই তৈরি করে দেখাতে পারতেন, এই জন্য অন্যান্য বিজ্ঞানীরা তাঁকে ইতিহাসের সবথেকে পাগলাটে বিজ্ঞানী বলে আখ্যা দিয়েছিলো । কোন এক অজানা কারণে মিডিয়া তাকে নিয়ে এত কন্ট্রোভার্সি তৈরি করেছে। তার কিছু আবিষ্কার ছিল, যা মানবজাতিকে ধ্বংস করতে যথেষ্ট, কিন্তু তিনি মানুষের জন্য মানবজাতির কল্যাণের জন্য তার নিজের আবিষ্কার গুটিয়ে দেয়। আর সেই জন্যই হয়তো এইরকম কন্ট্রোভার্সি।