এ মহাবিশ্বে আমরা কি একা? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+3 টি ভোট
297 বার দেখা হয়েছে
"জ্যোতির্বিজ্ঞান" বিভাগে করেছেন (12,990 পয়েন্ট)
এ মহাবিশ্বে আমরা কি একা?

2 উত্তর

+1 টি ভোট
করেছেন (12,990 পয়েন্ট)
 
সর্বোত্তম উত্তর
সম্ভবত না. জ্যোতির্বিজ্ঞানীরা আমাদের সৌরজগতের ইউরোপা এবং মঙ্গল থেকে শুরু করে অনেক আলোকবর্ষ দূরে গ্রহ পর্যন্ত এমন জায়গাগুলির জন্য মহাবিশ্বকে ঘিরে রেখেছে যেখানে জলের জগৎ জীবনকে জন্ম দিতে পারে। রেডিও টেলিস্কোপগুলি স্বর্গের দিকে তাকিয়ে আছে এবং 1977 সালে একটি এলিয়েন বার্তার সম্ভাব্য বৈশিষ্ট্য সহ একটি সংকেত শোনা গিয়েছিল। জ্যোতির্বিজ্ঞানীরা এখন অক্সিজেন এবং পানির জন্য ভিনগ্রহের বায়ুমণ্ডল স্ক্যান করতে সক্ষম। পরের কয়েক দশক হবে শুধুমাত্র আমাদের আকাশগঙ্গায় b০ বিলিয়ন সম্ভাব্য বাসযোগ্য গ্রহ নিয়ে এলিয়েন শিকারি হওয়ার উত্তেজনাপূর্ণ সময়।
+1 টি ভোট
করেছেন (24,230 পয়েন্ট)
এই বিশাল মহাবিশ্বে আমরা কি একা?
আমাদের পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের ব্যাসার্থ ৪৬.৫ বিলিয়ন আলোকবর্ষ। এতে অন্তত ১০০ কোটি গ্যালাক্সি রয়েছে যার প্রতিটিতে ১০০ থেকে ১০০০ কোটি নক্ষত্র রয়েছে। আর সাথে সাথে রয়েছে এসব নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরতে থাকা অসংখ্য গ্রহ।

আমাদের পরিসংখ্যান বলে, আমাদের পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বে ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্রহ রয়েছে যারা হ্যাবিটেবল জোনে অবস্থান করে। তার মানে, এসব হ্যাবিটেবল জোনে অবস্থিত গ্রহে এলিয়ন থাকার এবং তাদের সভ্যতার বিকাশ ঘটানোর প্রচুর সম্ভবনা রয়েছে। তাহলে তারা কোথায়? কেন তারা এখনও আমাদের সাথে যোগাযোগ করছে না?

আমরা জানি, আমাদের মহাবিশ্ব প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে। তাই বলা যায়, যদি অন্য কোনো গ্যালাক্সিতে প্রাণ থেকেও থাকে তারপরও তাদের ব্যাপারে আমাদের জানার কোনো সম্ভবনাই নেই। আমাদের Local Group-এ থাকা গ্যালাক্সিগুলো প্রতিনিয়ত মহাবিশ্বের অন্যান্য গ্যালাক্সি থেকে দূরে সড়ে যাচ্ছে। আর যদি আমরা দ্রুতগতিসম্পন্ন মহাকাশযান তৈরি করতে সক্ষম হয়েই যায় তারপরও শুধু মহাশূণ্য ভ্রমণ করতেই আমাদের হাজার বিলিয়ন বছর লেগে যাবে। তার মানে আমাদের অন্যান্য গ্যালাক্সির এলিয়েন পাওয়ার আশা না করে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতে খুজা উচিত!!

আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির বয়স প্রায় ১৩ বিলিয়ন বছর। আর আমাদের পৃথিবীর বয়স প্রায় ৪ বিলিয়ন বছর। আর জ্যোতির্বিজ্ঞানীদের মতে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতে এর সৃষ্টির এক থেকে দুই বিলিয়ন বছরের মধ্যে এখানে বসবাসযোগ্য স্থিতিশীল গ্রহের সৃষ্টি হওয়ার কথা। তার মানে এটা খুব সহজেই বলা যায়,আমাদের পূর্বে অনেক এলিয়েনদের সভ্যতা বিকাশের প্রচুর সম্ভবনা রয়েছে।

তাহলে সভ্যতা আসলে কি? একে আমরা কিভাবে পরিমাপ করতে পাই?

সভ্যতাকে ৩ ভাগে ভাগ করা যায়। প্রথমটি হলো: টাইপ ১ সভ্যতা।

দ্বিতীয়টি হলো: টাইপ ২ সভ্যতা। এবং সর্বশেষটি হলো: টাইপ ও সভ্যতা।

টাইপ ১ সভ্যতা যদি কোনো জাতি বা এলিয়েনদের সম্পন্ন করতে হয় তবে তাদের নিজেদের গ্রহের সম্পূর্ণ শক্তি ব্যবহারের সার্মথ্য থাকতে হবে। মানবজাতি বর্তমানে ০.৭৩% টাইপ ১ সভ্যতা সম্পন্ন করতে পেরেছে। আর কয়েকশ বছরের মধ্যেই মানবজাতি টাইপ ১ সভ্যতা পরিপূর্ণ করে ফেলার কথা।

যদি কারো টাইপ ২ সভ্যতা সম্পন্ন করতে হয় তবে তাদেরকে তাদের নিজেদের নক্ষত্রের সম্পূর্ণ শক্তি ব্যবহার করতে হবে। এটি সাইন্স ফিকশন মনে হলেও যদি কোনো জাতির বা এলিয়েনের টাইপ ২ সভ্যতার সর্বশেষ সীমা পর্যন্ত যেতে হয় তবে এটিই করতে হবে। টাইপ ৩ সভ্যতার কোনো এলিয়েন যদি থাকে তবে তারা আমাদের কাছে

ঈশ্বরের মতো মনে হবে। কারণ তারা তাদের পুরো গ্যালাক্সিকে নিয়ন্ত্রণ এবং

গ্যালাক্সিটির সকল শক্তির ব্যবহার করতে সক্ষম হবে।

আমরা যদি এ ধরনের উন্নত সভ্যতার হতে পারতাম তবে অবশ্যই জেনারেশন মহাকাশযান ( যা সাব-লাইটের গতিতে ভ্রমন করতে পারে) দিয়ে সম্পূর্ণ গ্যালাক্সিতে কয়েক মিলিয়ন বছরের মধ্যে সকল গ্রহে কলোনি স্থাপন করে ফেলতে পারতাম। কিন্তু কথা হচ্ছে, আমাদের মিল্কিওয়েতে বিলিয়ন ধরনের এলিয়েন না থাকলেও অন্তত মিলিয়ন ধরনের থাকাই কথা। আর আমরা তো মাত্র ৪ বিলিয়ন বছর পেয়েছি। যেহেতু, মিল্কিওয়ের বয়স ১৩ বিলিয়ন বছর। তাহলে অন্যান্য এলিয়েনরা তো আমাদের থেকে অনেক আগেই সভ্যতা অর্জন করে ফেলার কথা।

তাহলে তারা কোথা? এর উত্তর পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষদের কাছেও নেই। আর এটিও হলো ইতালির তাত্ত্বিক পদার্থবিদ এনরিকো ফার্মির দেওয়া ফার্মি প্যারাডক্স!!!

ফার্মি প্যারাডক্স সম্পর্কে বাংলায় ভিডিও-র মাধ্যমে জানতে:
https://youtu.be/So_cgJ4CZAQ

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+2 টি ভোট
1 উত্তর 269 বার দেখা হয়েছে

10,723 টি প্রশ্ন

18,367 টি উত্তর

4,730 টি মন্তব্য

241,009 জন সদস্য

85 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 85 জন গেস্ট অনলাইনে
  1. Ayon Ratan Agni

    390 পয়েন্ট

  2. Al Moyaj Khondokar

    210 পয়েন্ট

  3. Vuter Baccha

    150 পয়েন্ট

  4. Hasan rafi

    140 পয়েন্ট

  5. Mehedi_Bknowledge

    110 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান পৃথিবী চোখ রোগ রাসায়নিক শরীর রক্ত আলো মোবাইল ক্ষতি চুল কী #ask চিকিৎসা পদার্থবিজ্ঞান সূর্য প্রযুক্তি প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক মাথা গণিত মহাকাশ পার্থক্য এইচএসসি-আইসিটি #science বিজ্ঞান #biology খাওয়া শীতকাল গরম কেন #জানতে ডিম চাঁদ বৃষ্টি কারণ কাজ বিদ্যুৎ রাত রং উপকারিতা শক্তি লাল আগুন সাপ মনোবিজ্ঞান গাছ খাবার সাদা আবিষ্কার দুধ উপায় হাত মশা মাছ মস্তিষ্ক শব্দ ঠাণ্ডা ব্যাথা ভয় বাতাস স্বপ্ন গ্রহ রসায়ন তাপমাত্রা উদ্ভিদ কালো কি বিস্তারিত রঙ পা পাখি গ্যাস মন সমস্যা মেয়ে বৈশিষ্ট্য হলুদ বাচ্চা সময় ব্যথা মৃত্যু চার্জ অক্সিজেন ভাইরাস আকাশ গতি দাঁত আম বিড়াল কান্না নাক
...