লোহিত রক্তকণিকার বৈশিষ্ট্য:
১. এদের আকৃতি অনেকটা দ্বি অবতল চাকতির মত।
২. এদের নিউক্লিয়াস নেই।
৩. লোহিত কণিকার বাইরের দিকে প্লাজমা আবরণী থাকে।
৪. মানব ভ্রূণের প্রাথমিক পর্যায়ে কুসুম থলিতে, শেষ পর্যায়ে যকৃতে এবং জন্মের পর তা অস্থিমজ্জায় লোহিত রক্তকণিকা তৈরী করে।
৫. এদের নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, RNA, গলগি বস্তু কিছুই থাকে না।
৬. লোহিত রক্তকণিকার গড় আয়ু ১২০ দিন।
৭. লোহিত রক্তকণিকা গুলো যকৃত ও প্লীহায় ধ্বংস প্রাপ্ত হয়।