হেলিক্স নেবুলা যাকে The God’s Eye বলা হয়। এটি আমাদের পৃথিবী থেকে প্রায় ৬৯৫ আলোকবর্ষ দূরে অবস্থিত। এটি একুরিয়াস নক্ষত্রমন্ডল এ অবস্থিত। এটি ১৮২৪ সালে আবিষ্কার করা হয়। এটি পৃথিবী থেকে দেখা উজ্জ্বল নেবুলা গুলোর ভেতর একটি। এটির ব্যাসার্ধ 2.87 আলোকবর্ষ। এটির বয়স ১০৬১০ বছর।
একটি নেবুলা সাধারণত একটি নক্ষত্রের মৃত্যুর পর তৈরি হয়। হেলিক্স নেবুলার জন্মও এভাবে হয়েছিল। এটি একটি প্লানেটারি নেবুলা। সেই নেবুলা গুলো যা একটি নক্ষত্রের মৃত্যুর পর নক্ষত্রে অবশিষ্ট অংশ এবং তার আশেপাশে থাকা গ্রহগুলোর অবশিষ্ট অংশ দিয়ে তৈরি হয়। বর্তমানে যে স্থানে আছে সেখানে অতীতের একটি নক্ষত্র ছিল যা দেখতে আমাদের সূর্যের মতো ছিল। তবে সেই নক্ষত্র তার মৃত্যুর কাছাকাছি অবস্থান করছিল। সেই নক্ষত্রের হাইড্রোজেন প্রায় শেষ হয়ে এসেছিল। তারপর একদিন সেখানে সুপার্নোভা এক্সপ্লোশন ঘটে এবং সেই নক্ষত্রটির মৃত্যু হয়। তার কিছু অংশ দিয়ে নেবুলা তৈরি হয়েছিল। বাকি অংশ দিয়ে সেখানে একটি হোয়াইট ডার্ক স্টার তৈরি হয়েছিল। যেটি এখন হেলিক্স নেবুলার ভেতরে অবস্থিত। নেবুলাটি নক্ষত্রের অবশিষ্টাংশ এবং সেখানে থাকা গ্রহগুলো একসাথে মিলে হেলিক্স নেবুলা তৈরি করেছিল। যদি আপনি একটি মোটামুটি পাওয়ারফুল টেলিস্কোপ দিয়ে এই নেবুলাটির দেখার চেষ্টা করেন তাহলে এটি হয়তো দেখতে পাবেন।