এ বছরের শুরুতে, নতুন বছরের সূচনাকে সামনে রেখে সায়েন্স বি আয়োজন করেছিল একটি বিশেষ “সায়েন্স ফটোগ্রাফি কনটেস্ট”। আমাদের চারপাশের প্রকৃতিতে লুকিয়ে থাকা অসংখ্য বিস্ময় এবং সেসবের অন্তর্নিহিত বৈজ্ঞানিক দিককে তুলে ধরাই ছিল এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। প্রকৃতি কিংবা দৈনন্দিন জীবনের ছোট ছোট বৈজ্ঞানিক ঘটনাগুলোকে লেন্সবন্দি করে সবার সামনে উপস্থাপনের সুযোগ করে দেয় এই আয়োজন।
প্রতিযোগিতাটি প্রকাশের পর অংশগ্রহণকারীদের কাছ থেকে অত্যন্ত ইতিবাচক সাড়া পাওয়া যায়। পহেলা জানুয়ারি থেকে কনটেস্ট শুরু হওয়ার পর প্রায় ৮০০ জনেরও বেশি বিজ্ঞানপ্রেমীর কাছ থেকে আমরা বিভিন্ন চমৎকার ও সৃজনশীল ছবি পেয়েছি।
বিচার প্রক্রিয়া ও বিচারকবৃন্দ
প্রতিযোগিতায় প্রাপ্ত ৮০০টিরও বেশি ছবির মধ্য থেকে প্রথম ধাপে অপ্রাসঙ্গিক ও প্রতিযোগিতার শর্তের সাথে সামঞ্জস্যহীন ছবিগুলো বাদ দিয়ে প্রায় ৫০০টি ছবি প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়। পরবর্তী ধাপে সায়েন্স বি টিমের সদস্যরা যৌথভাবে ছবিগুলো পর্যালোচনা করেন। এ সময় লো-কোয়ালিটি ইমেজ, এআই-জেনারেটেড ছবি কিংবা অন্যের কাজের অনুলিপি হিসেবে সন্দেহজনক ছবিগুলো বাদ দেওয়া হয়। এই ধাপ শেষে মোট ২৫০টি ছবি পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচিত হয়।
এরপর সায়েন্স বি টিমের অভ্যন্তরীণ সদস্য ও একজন এক্সটার্নাল বিচারক এর মূল্যায়নের মাধ্যমে সেরা ৫০টি ছবি চূড়ান্ত তালিকায় স্থান পায়। নির্বাচিত ছবিগুলো প্রধান বিচারকের কাছে হস্তান্তর করা হলে তিনি সেগুলোর মধ্য থেকে বৈজ্ঞানিক তাৎপর্য, সৃজনশীলতা ও উপস্থাপনার ভিত্তিতে সেরা ১০টি ছবি নির্বাচন করেন।
বিচারকবৃন্দ,
এই প্রতিযোগিতার বিচারক মণ্ডলে ছিলেন—
খাইরুল আলম ফেরদৌস
সিনিয়র কনটেন্ট রিসার্চ এক্সিকিউটিভ, সায়েন্স বি
প্লাবন গোস্বামী
সিনিয়র কনটেন্ট রিসার্চ এক্সিকিউটিভ, সায়েন্স বি
সৈয়দা ফাতিমা তাসনিম
কমিউনিটি কো-অর্ডিনেটর, সায়েন্স বি
জাবের মাহমুদ রাইয়ান
৭ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার— এক্সটার্নাল বিচারক
এছাড়াও প্রতিযোগিতায় এক্সটার্নাল বিচারক হিসেবে যুক্ত ছিলেন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার মো: তানভির তাসনিম অভি। প্রকৃতি ও বন্যপ্রাণী—বিশেষ করে পাখি, স্তন্যপায়ী প্রাণী ও সরীসৃপের ছবি তোলার জন্য তিনি পরিচিত। তার তোলা একাধিক ছবি জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে। এর মধ্যে “বাংলার আকাশে মার্কিন শকুন” শিরোনামে একটি আমেরিকান ব্ল্যাক ভালচারের ছবি The Business Standard–এ প্রকাশিত হয়ে ব্যাপক প্রশংসা অর্জন করে।
চূড়ান্ত মূল্যায়ন শেষে নির্বাচিত সেরা ছবির আলোকচিত্রীরা কারা, তার তালিকা নিচে প্রকাশ করা হলো,
বিজয়ী
Ashikur Rahman Ratul

প্রথম স্থান অধিকারী আশিকুর রহমান রাতুলের তোলা হার্ট নেবুলা (IC 1805)–এর এই ছবিটি ছিল ফুল-স্পেকট্রাম মডিফাই করা Canon 6D ব্যবহারের পর তার প্রথম বড় লক্ষ্য। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব আইডাহো অবজারভেটরির প্রাঙ্গণ থেকে Bortle 5 আকাশের নিচে ক্যাসিওপিয়া নক্ষত্রমণ্ডলের দিকে লক্ষ্য করে ISO 1600 সেটিংসে ২ মিনিট এক্সপোজারের একাধিক ফ্রেম ধারণ করা হয়। প্রতিকূল বাতাস ও মেঘের কারণে বেশ কিছু ফ্রেম বাতিল করতে হলেও নির্বাচিত পরিষ্কার ডেটা PixInsight–এ প্রসেস করার পর হাইড্রোজেন সমৃদ্ধ নেবুলাটির ক্ষীণ আভা ধীরে ধীরে স্পষ্ট গঠন নেয়, এবং বিশাল হৃদয়াকৃতির কাঠামোটি প্রত্যাশিতভাবে ফুটে ওঠে।
Technical details:
Full Spectrum Modded Canon 6D
Askar 71 Flat Field Refractor
Star Adventurer GTi (for tracking)
Optolong L-Enhance Filter
105 × 2 Minute Exposures
ISO 1600
Location: Yard of the University of Idaho Observatory, Moscow, Idaho, USA
Processed in PixInsight
রানার্স-আপ
Arjun Bhattacharjee

Device : Honor 200(mobile) + Macro lense (Sony Bitamovie)
Tanvir Mahtab

এমন একটি দৃশ্য ধারণ করা আমাদের ৩য় স্থান অধিকারী তানভির মাহতাব এর দীর্ঘদিনের স্বপ্ন। তবে কাজটি মোটেও সহজ ছিল না, কারণ ছবিটি তোলা স্থানটি ছিল ঝুঁকিপূর্ণ এবং ছিনতাইকারীদের উপদ্রব পূর্ণ। জীবনঝুঁকি জেনেও দৃঢ় সংকল্প নিয়ে তিনি ছবিটি ধারণ করেন। তবে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন, এমন ঝুঁকি নেওয়া কাউকেই তিনি পরামর্শ দেন না—তার মতে, একটি ছবির চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।
Device: iPhone 15 Pro Max
৪র্থ
Nakib Ifsan

এই ছবিটি সম্পর্কে আলোকচিত্রী জানিয়েছেন, এক রাতে প্রবল বজ্রপাত লক্ষ্য করে তিনি ছাদে গিয়ে ছবি তোলেন। বজ্রপাত ধারণের জন্য তিনি ৪ সেকেন্ড শাটার স্পিডে একাধিক ছবি তুলেছিলেন। পরবর্তীতে, Adobe Photoshop ব্যবহার করে বজ্রপাত থাকা ফ্রেমগুলো একত্রে মার্জ করার মাধ্যমে একটি ছবিতে সব বজ্রপাতের দৃশ্য একসাথে উপস্থাপন করা সম্ভব হয়।

Device: Canon 60D with 18-135 STM

Device: Motorola Edge 50 neo
৭ম
Ankit Biswas

Device:- Oneplus 10R
Ratul Hassan

Device: realme 7 pro

Device : Canon 77d
Fahim Muntasir Rafin

Device: Nikon D7200+ TAMRON 150-600mm.














