কেমন হত যদি আপনার স্কুলে সবকিছু হাতে কলমে পরীক্ষা করে শিখতে হত? কোন লিখিত পরীক্ষা না থাকতো? গাঁদা গাঁদা বই মুখস্ত না করে ব্যবহারিক জীবন থেকে সব কিছু শেখা যেত?হউক না সেটা অঙ্ক কিংবা বিজ্ঞানের মত ভয়ংকর বিষয়! আসুন খুঁজে দেখা যাক এমন স্কুল আসলেই রয়েছে কি না…..
“থ্রি ইডিয়টস” মুভিতে আমির খান অভিনিত “ফুনশুখ ওয়াংডু” চরিত্রটি বাস্তবের “সুনাম ওয়াংছুখ” এর অনুকরণে তৈরি করা হয়েছে। এমনকি মুভিতে দেখানো স্কুলটিও বাস্তবে রয়েছে, এর প্রতিষ্ঠাতাও সুনাম ওয়াংছুখ ।
সুনাম ওয়াংছুখ একজন ইঞ্জিনিয়ার। তিনি একটি স্কুল গড়ে তুলেছেন ভারতের লাদাখে যার নাম Students’ Educational and Cultural Movement Of Ladakh (SECMOL)। এখানে পুথিঁগত বিদ্যার চেয়ে ব্যবহারিক জীবনের শিক্ষাকে বেশি গুরুত্ব দেয়া হয়।
এ স্কুলে ভত্ত্যির জন্য কোনো পরীক্ষা দিতে হয় না, যারা সাধারণ স্কুলগুলোতে শিক্ষা গ্রহণে ব্যর্থ হয়, তারাই শুধুমাত্র এ স্কুলে ভর্তি হতে পারে।সরকারের অনুমতি নিয়ে এ স্কুলের পাঠ্যপুস্তকেও পরিবর্তন আনা হয়েছে। স্কুলের শিক্ষাদানে নিয়োজিত শিক্ষকদেরও আলাদাভাবে প্রশিক্ষণ দেয়া হয়ে থাকে।
· এই স্কুলেও যেকোনো দেশের মত নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্য থেকেই সরকার গঠন করা হয়, যারা স্কুলটিকে পরিচালনা করে থাকে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ব্যবস্থাপনা শিখতে পারে, যা কোনো বই থেকে শিখার চেয়ে উত্তম।
· এখানের শিক্ষার্থীরা নিজেরাই খাদ্য সংরক্ষন করে থাকে। আচাঁর, জ্যাম, জেলী প্রস্তুত করে; কোন উপায়ে খাদ্যগুণ কতটুকু বজায় থাকে তা নিগেরাই ব্যাখ্যা করে থাকে। এমনকি নিজেরাই পণ্যগুলো বাজারে বিক্রি করে ব্যবসা সম্পর্কেও অবগত হয়ে থাকে। প্রাপ্ত টাকা দিয়ে বছর শেষে তারা বিভিন্ন রাজ্য ভ্রমণে যায়, যার মাধ্যমে তাদের ভূগোল ও শেখা হয়ে যায়।
· এ স্কুলের নিজস্ব রেডিও স্টেশন ও পত্রিকা রয়েছে, যা শিক্ষার্থীদের দ্বারাই পরিচালি্ত হয়।
· এ স্কুলের ডিজাইন শিক্ষার্থীরা নিজেরাই করেছে। লাদাখে যখন তাপমাত্রা -১০° সেলসিয়াস থাকে তখনও স্কুলের ভবনের ভেতর তাপমাত্রা প্রায় ১০° সেলসিয়াস বজায় থাকে।
সুনাম ওয়াংছুখের এ উদ্যোগের মাধ্যমে লাদাখের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন লক্ষনীয় হয়। যেখানে আগে পাশের হার প্রায় শুন্যের কাছাকাছি ছিল , সেখানে এখন প্রায় শতভাগ পাশের হার।
এছাড়া, লাদাখে কৃষিকাজের সুবিধার জন্য সুনাম ওয়াংছুখ নামের একটি প্রকল্প তৈরী করেছেন যা শুষ্ক মৌসুমে পানির যোগান দিয়ে থাকে। এখন তিনি সেখানে একটি বিশ্ববিদ্যালয় তৈরী করার কাজ চালিয়ে যাচ্ছেন।
+1
31
+1
6
+1
6
+1
4
+1
5
+1
3
+1
1