সম্প্রতি মহাকাশে দেখা মিলেছে এক অদ্ভুত দ্রুতগতির ভিনগ্রহী বস্তু, 3I/Atlas যার নাম। এটা পৃথিবীর সৌরজগত দিয়ে ধেয়ে যাচ্ছে প্রায় ২ লক্ষ কিমি গতিতে। এর গঠনটা অনেকটা ধোঁয়াটে ধরণের, একে ধরা হচ্ছে এক ধরনের আইস-কমেট বা বরফঘেরা ধূমকেতু হিসেবে। বিজ্ঞানীরা জানিয়েছেন, এটি সূর্যকে পাশ কাটিয়ে আবার ছুটে যাবে শূন্যতায়। এটিকে ধরা হয়েছে আন্তঃনাক্ষত্রিক (interstellar) বস্তু হিসেবে, যেটা সৌরজগতের বাইরে অন্য কোনো নক্ষত্রপুঞ্জে তৈরি হয়েছে। এত বড় এবং এত দ্রুতগামী আন্তঃনাক্ষত্রিক বস্তু আগে কখনও ধরা পড়েনি।
এই বস্তুটি ধরা পড়ে গত এপ্রিল মাসে, নিউ মেক্সিকোর একটি গবেষণা প্রতিষ্ঠানে। এটিকে বলে একটি ইন্টারস্টেলার অবজেক্ট, অর্থাৎ সৌরজগতের বাইরের কোনো দূরবর্তী নক্ষত্রপুঞ্জ থেকে আসা। এর গঠন অনেকটা একধরনের ধূমকেতুর মতো, তবে সাধারণ ধূমকেতুদের মতো নয় — এটিতে রয়েছে হিমায়িত গ্যাস ও ধূলিকণার মিশ্রণ, যা সূর্যের আলোতে গলে একধরনের ধোঁয়ার মতো লেজ তৈরি করছে।

3I/Atlas প্রায় প্রতি সেকেন্ডে ৫৭ কিমি গতিতে ছুটে আসছে, অর্থাৎ দিনে প্রায় ২ লক্ষ কিমি! এটি পৃথিবী থেকে খুব বেশি কাছে আসবে না — আমাদের গ্রহ থেকে প্রায় ৭ কোটি কিমি দূর দিয়ে এর অতিক্রম করার কথা। তবে এর উপস্থিতি আমাদের জন্য এক বিশাল বৈজ্ঞানিক সুযোগ। বিজ্ঞানীরা আশা করছেন, এর মাধ্যমে তারা সৌরজগতের বাইরের বস্তুগুলোর গঠন, রাসায়নিক উপাদান এবং গতিপথ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন।
এর আগে এমন আরও দুটি ইন্টারস্টেলার বস্তু ধরা পড়েছিল — ‘ওউমুয়ামুয়া’ (2017 সালে) ও ‘2I/Borisov’ (2019 সালে)। কিন্তু 3I/Atlas আগের চেয়ে অনেক বেশি বড় এবং স্থিতিশীল, যার কারণে বিজ্ঞানীরা এর উপর আরও বিস্তারিত গবেষণা করতে পারছেন। এই বস্তুগুলো আমাদের শেখায় যে, আমরা মহাকাশে একা নই — বাইরের জগত থেকেও আসে মেসেজ, আসে উপাদান, আর এগুলোই আমাদের ভবিষ্যতের মহাকাশ অভিযানে নতুন দরজা খুলে দিতে পারে।
+1
+1
+1
+1
+1
2
+1
+1














