ইংরেজিতে প্রবাদ বাক্য রয়েছে যে “Beauty lies in the eyes of the beholder”। এর ভাবার্থ হলো এই যে আপনার সামনের মানুষটা কেমন সেটা আপনার তাকে দেখার দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করছে। সম্প্রতি আমেরিকায় হওয়া এক গবেষণার তথ্যও এই ধারণাটিকে সমর্থন করছে। এর গবেষকরা বলছেন যে যারা সমাজকে প্রতিযোগিতামূলক দৃষ্টিভঙ্গিতে দেখে তারা দমনমূলক নেতাদের বেশি পছন্দ করেন। অন্যদিকে যারা সমাজকে পারস্পরিক সহযোগিতার দৃষ্টিভঙ্গিতে দেখে তাদের কাছে ঐ ধরনের নেতাকে অনুপোযুক্ত মনে হয়।
গবেষণাটিতে যুক্তরাষ্ট্রের ২০৬৫ জন মানুষদের নিয়ে একটি জরিপ করা হয়েছিল যেখানে তাদের প্রতিটিতে ১০টি প্রশ্ন সংবলিত ৭ টি মূল্যায়ন পরীক্ষায় অংশ নিতে বলা হয়। জরিপে দেখা হয়েছিলো যে দমনমূলক ব্যক্তি যারা হুমকি প্রদর্শন বা অন্যের ওপর দোষ চাপিয়ে দেওয়ার মত আচরণ করে তাদের প্রতি সমাজের মানুষের দৃষ্টিভঙ্গি কেমন। জরিপের ফলাফলে দেখা যায় যে যারা সমাজে সর্বদা প্রতিযোগিতার মনোভাব নিয়ে চলে বা সবাইকে শুধু প্রতিযোগীই ভাবে সে ধরনের লোকেরা দমনমূলক নেতাদের অধিক উপযোগী ও কার্যকর মনে করে। এছাড়া তারা নিজেরাও এ ধরনের ব্যক্তির আওতায় কাজ করতে চায়। উল্টোদিকে যারা সমাজের লোকজনকে প্রতিযোগী না ভেবে পারস্পরিক সহযোগিতার দৃষ্টিভঙ্গিতে দেখে তারা আবার দমনমূলক নেতাদের উপযুক্ত মনে করেন না।

গবেষণাটিতে একটি জরিপ এমনও ছিলো যেখানে অংশগ্রহণকারীদেরকে বাস্তব জীবনের কিছু বিশ্বখ্যাত সফল ব্যবসায়ী ও CEO (যেমন, Apple এর Steve jobs, Walt Disney এর Bob Iger) দের মূল্যায়ন করতে দেওয়া হয়। তাদেরকে নির্দিষ্ট ব্যবসায়ীর ছবি দেখিয়ে জিজ্ঞেস করা হয় যে তাদের মতে উক্ত ব্যবসায়ী এই সফলতার শিখরে পৌঁছাতে দমনমূলক আচরণ করেছে কিনা।
এই গবেষণাটি দেখায় যে একজন মানুষ যখন অন্য আরেকজনকে উপযুক্ত বা প্রশংসনীয় মনে করেনা তার মানে এই না যে দ্বিতীয় ব্যক্তিটি আসলেই তেমন। বরং, এটি শুধু প্রথম ব্যক্তির দৃষ্টিভঙ্গিমাত্র। যদিও এটি শুধু আমেরিকানদের ওপর করা হয়েছে বলে এর ফলাফল বৈশ্বিকভাবে প্রযোজ্য নাও হতে পারে। তবে গবেষকদের মতে তাদের এই কাজটি মানুষকে নিজেদের দৃষ্টিভঙ্গি সম্পর্কে চিন্তা করতে এবং নেতৃত্বস্থানীয় লোকদেরও নিজেদের ব্যক্তিত্ব ও প্রভাব সম্পর্কে চিন্তা করতে অনুপ্রাণিত করবে।
জাকিয়া আফরোজ তামান্না
তথ্যসূত্রঃ- লাইভ সাইন্স, সিপি২৪.কম
+1
+1
+1
+1
+1
+1
+1