চাঁদ তার আবর্তনের সময় যখন কিছু সময়ের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবী থেকে আমরা দেখি যে সূর্য আংশিক বা সম্পূর্ণরূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে গেছে। এই ঘটনাকে বলা হয় সূর্যগ্রহণ (Solar Eclipse)। অমাবস্যার পরে নতুন চাঁদ উঠার সময় এ ঘটনা ঘটে। সূর্যগ্রহণের সময় যদি চাঁদ সূর্যকে সম্পূর্ণ ঢেকে ফেলে তখন তাকে পূর্ণ সূর্যগ্রহণ বলা হয়।
![]() |
অন্যদিকে, বলয়গ্রাস সূর্যগ্রহণের সময় চাঁদ সূর্যকে পুরোপুরি ঢাকতে পারে না। এই সময় সূর্যের চারদিকে একটি বলয় বা চুড়ির মতো দেখা যায়। পূর্ণগ্রাস সূর্যগ্রহণে হঠাৎ দিনের বেলা রাতের মতো অন্ধকার নেমে আসে এবং চারপাশের পরিবেশে হঠাৎ একটা পরিবর্তন দেখা যায়, বাতাস স্থির হয়ে যায় এবং হঠাৎ তাপমাত্রা কমতে থাকে।
আবার, পৃথিবী আবর্তনের সময় কিছু সময়ের জন্য চাঁদ ও সূর্যের মাঝখানে পৃথিবী এসে পড়ে। তখন পৃথিবী, চাঁদ ও সূর্য একই সরলরেখায় অবস্থান করে। পৃথিবী থেকে যখন আমরা এই ঘটনা লক্ষ করি তখন আমরা দেখি যে চাঁদ আংশিক বা সম্পূর্ণরূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে গেছে। এই ঘটনাকে বলা হয় চন্দ্রগ্রহণ (Lunar eclipse)।
![]() |
পৃথিবী চাঁদের চেয়ে বড় হওয়ায়, পৃথিবীর ছায়া চন্দ্রপৃষ্ঠকে পুরোপুরি ঢেকে ফেলে। তখন চন্দ্রগ্রহণ পৃথিবীর কোনো কোনো অংশে পূর্ণগ্রাস হিসাবে দেখা যায়। অন্যদিকে, চাঁদের উপর পৃথিবীর ছায়া যদি আংশিকভাবে পড়ে তবে এটিকে বলা হয় উপচ্ছায়া চন্দ্রগ্রহণ। এক্ষেত্রে চাঁদের ওপর পৃথিবীর ছায়া পড়ে কিন্তু ছায়াটি খুব গাঢ় হবে না, খুব হালকা হয়। ফলে আকাশ পুরোপুরি অন্ধকার হয়না।
বৈজ্ঞানিক পরীক্ষানিরীক্ষা অনুযায়ী, চন্দ্রগ্রহণের তুলনায় সূর্যগ্রহণ বেশিবার হয়। প্রতি সাতটি গ্রহণের মধ্যে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের অনুপাত ৫:২ বা ৪:৩।
জ্যোতির্বিদরা জানিয়েছেন, আগামী ৫ জুন চন্দ্রগ্রহণ দেখা যাবে। এই চন্দ্রগ্রহণটি হতে যাচ্ছে উপচ্ছায়া গ্রহণ। অর্থাৎ, ঐদিন পৃথিবীর হালকা ছায়া পড়বে চাঁদের ওপর। রাত ১১টা ১৫ মিনিটে শুরু হবে চন্দ্রগ্রহণ, দেখা যাবে ১২টা ৫৪ মিনিটে। গ্রহণ থাকবে ৩ ঘণ্টা ১৮ মিনিট, অর্থাৎ রাত ২টা ৩৪ মিনিট পর্যন্ত। বাংলাদেশ থেকেও এই গ্রহণ দেখা যাবে। চলতি বছর আরো দুটি চন্দ্রগ্রহণ ঘটবে জুলাই এবং নভেম্বর মাসে।
অন্যদিকে, সূর্যগ্রহণ দেখা যাবে ২১ জুন। এবারের সূর্যগ্রহণ হবে পূর্ণগ্রাস, অর্থাৎ ঐদিন চাঁদ সূর্যকে সম্পূর্ণ ঢেকে ফেলবে। এই গ্রহণ শুরু হবে সকাল ৯টা ১৫ মিনিট থেকে। দেখা যাবে, ১০টা ১৭ মিনিট থেকে দুপুর ২টা ২ মিনিট পর্যন্ত। গ্রহণ শেষ হবে দুপুর ৩টা ৪ মিনিটে। একই মাসে এমন দুটি মহাজাগতিক ঘটনা একসাথে এর আগে দেখা যায়নি।
নিশাত তাসনিম/ নিজস্ব প্রতিবেদক
![]() |
















