বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট অ্যান্ড ইনোভেশন ক্লাব (BTEMIC) আয়োজন করছে দেশের অন্যতম বৃহত্তম জাতীয় ইভেন্ট — ‘বিইউএফটি ন্যাশনাল টেক্সটাইল ম্যানেজমেন্ট ফেয়ার ২০২৫’।
আয়োজকদের মতে, এ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো জ্ঞান-বিনিময়কে আরও সমৃদ্ধ করা, উদ্ভাবনী চিন্তা-ভাবনার বিকাশ ঘটানো এবং শিল্প ও একাডেমিয়ার মধ্যে সম্পর্ক জোরদার করে বাংলাদেশের টেক্সটাইল খাতে দক্ষ জনশক্তি গড়ে তোলা।
এই বছরের মেলায় অংশ নিচ্ছে দেশের ৫৫টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান, যার মধ্যে রয়েছে ২৫টির বেশি টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউট এবং ৩০টির বেশি বিজ্ঞানভিত্তিক কলেজ। সারাদেশ থেকে ৭,০০০-এরও বেশি শিক্ষার্থী অংশ নেবে এই মহা-আয়োজনে।
ইভেন্টের প্রধান আকর্ষণসমূহ
Textile Talk
টেক্সটাইল শিল্পের অভিজ্ঞ বিশেষজ্ঞ ও পেশাজীবীরা টেক্সটাইল খাতের ভবিষ্যৎ, নতুন উদ্ভাবন এবং ক্যারিয়ার সম্ভাবনা নিয়ে আলোচনায় অংশ নেবেন।
Brain Battle
কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য একটি প্রতিযোগিতামূলক কুইজ, যেখানে টেক্সটাইল জ্ঞান, সাধারণ সচেতনতা ও সমস্যা সমাধানের দক্ষতা যাচাই করা হবে।
Innovation Hub
এ প্রদর্শনীতে উপস্থাপিত হবে স্মার্ট ম্যাটেরিয়াল–ভিত্তিক প্রকল্প, টেকসই সমাধান এবং তরুণ উদ্ভাবকদের তৈরি গবেষণা প্রোটোটাইপ।
ইভেন্টে মোট ৯০,০০০ টাকার বেশি পুরস্কার প্রদান করা হবে। প্রতিটি অংশগ্রহণকারী পাবেন সার্টিফিকেট, ইভেন্ট টি-শার্ট, রাইটিং প্যাড, কলম, ইভেন্ট ব্যাগ এবং দুপুরের খাবার।
আয়োজকদের প্রত্যাশা, এই জাতীয় প্ল্যাটফর্মটি শিক্ষার্থীদের একাডেমিক আত্মবিশ্বাস বৃদ্ধি, শিল্পজ্ঞান সম্প্রসারণ, এবং টেক্সটাইল বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করবে।
তারিখ: ১৬ নভেম্বর ২০২৫
স্থান: বিইউএফটি স্থায়ী ক্যাম্পাস, নিশাত নগর, তুরাগ, ঢাকা।














