মহাবিশ্বের তুলনায় মানব হিসেবে আমাদের উপস্থিতি অতি সামান্য এবং অতি ক্ষুদ্র এক সৃষ্টি। ঠিক সেই হিসেবে আমাদের জ্ঞানের পরিধিও খুবই অল্প। বিপুল পরিমাণ সৌরজগত মিলে তৈরি হয় একটি গ্যালাক্সি। তাদের মধ্যে একটি হচ্ছে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি। আবার এমন হাজার হাজার গ্যালাক্সির সমন্বয়ে গঠিত হয় গ্যালাক্সি ক্লাস্টার (ক্লাস্টার বলতে মূলত একইরূপ বস্তুর বা ব্যক্তিবর্গের একটি দলকে বোঝায় যেখানে যেকোন ঘটনা দলটির মাঝে একইসাথে ঘটে থাকে)।
সম্প্রতি বিজ্ঞানীরা এমনই একটা গ্যালাক্সি ক্লাস্টারের খোঁজ পেয়েছেন। যেটার নাম SPT-CL J2215-3537। সংক্ষিপ্তভাবে যার নাম দেওয়া হয়েছে SPT 2215।
এই নতুন আবিষ্কৃত গ্যালাক্সি ক্লাস্টারটি পৃথিবী থেকে প্রায় ৮.৪ আলোক বর্ষ দূরে অবস্থিত। জ্যোতির্বিজ্ঞানীরা সাম্প্রতিক সময়ে এই গ্যালাক্সি ক্লাস্টারের ছবি তুলতে সক্ষম হন এবং এই ছবিটি তখনকার, যখন আমাদের মহাবিশ্বের বয়স ছিল মাত্র ৫.৩ বিলিয়ন বছর। একটি গবেষণায় তারা এই গ্যালাক্সি ক্লাস্টারকে (SPT 2215) অন্যতম নিস্তেজ/ রিল্যাক্সড গ্যালাক্সি ক্লাস্টার হিসেবে বিবেচনা করেন। কারণ এর কেন্দ্রের গ্যালাক্সি থেকে প্রায় ৬০০,০০০ আলোক বর্ষের মধ্যে এমন আর কোনো গ্যালাক্সি নেই এবং প্রায় বিলিয়ন বছর ধরে অন্য কোনো ক্লাস্টারের সাথে সংঘর্ষের কোনো চিহ্নও পাওয়া যায় নি।
পদার্থর্বিজ্ঞানী মিশেল ক্যালজাডিল্লার জানান যে,
“এখন পর্যন্ত আমরা SPT2215 এর মতো দূরত্বে কোনো রিল্যাক্সড গ্যালাক্সি ক্লাস্টারের খোঁজ পাইনি”।
প্রকৃতপক্ষে, বিজ্ঞানীরা কল্পনা করেননি যে পৃথিবী থেকে এত দূরে গ্যালাক্সি ক্লাস্টারের খোঁজ মিলবে। আরো আশ্চর্যের বিষয় হচ্ছে, মহাবিশ্বের এতটা সময় পার হয়ে যাওয়ার পরেও গ্যালাক্সি ক্লাস্টারটি স্থিতিশীল অবস্থায় রয়েছে। বিজ্ঞানীরা যখন এই গ্যালাক্সি ক্লাস্টারটির খোঁজ পেয়েছিলেন, তখন তারা মূলত ক্রমবর্ধমান মহাবিশ্বের রহস্য ভেদ নিয়ে ব্যস্ত ছিলেন।
SPT2215 এর আরেকটি মজাদার তথ্য হচ্ছে, এর অভ্যন্তরে বিপুল পরিমাণ নক্ষত্রের ফর্মেশন হচ্ছে। SPT2215 এর কেন্দ্রে বিশাল আকৃতির একটি গ্যালাক্সি রয়েছে, যার কেন্দ্রে রয়েছে একটি বড় মাপের কৃষ্ণগহ্বর (ব্ল্যাকহোল)।
যখন একটি ক্লাস্টার বিলিয়ন বছরেও অন্য কোনো ক্লাস্টারের সঙ্গে সংঘর্ষে যায় না তখন উজ্জ্বলতম গ্যালাক্সি ক্লাস্টারের মধ্যে নক্ষত্রের ফর্মেশন গরম গ্যাস শীতলতার মাধ্যমে প্রভাবিত হয়। নক্ষত্র তৈরি হতে গ্যাস কত দ্রুত ঠান্ডা হয় তা ক্লাস্টারের কেন্দ্রে বিশালাকার ব্ল্যাক হোলের আচরণ দ্বারা নিয়ন্ত্রিত হয়।
নাসার অবজার্ভেটরি সেন্টারের মতে, SPT2215-BCG নামের এই দৈত্যাকার ব্ল্যাক হোলটি এ ধরণের শীতলতা প্রতিরোধ করছে না।
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) থেকে ডা.ম্যাকডোনাল্ড জানান যে,
“মনে হচ্ছে SPT2215-BCG-এর ব্ল্যাক হোলটি বিপুল পরিমাণ নক্ষত্র জন্মানোর জন্য যথেষ্ট শান্ত।”
এই ঘটনাগুলো একটা প্রশ্নের জন্ম দেয় ঠিক কতগুলো ব্ল্যাকহোল তারাদের জন্ম হওয়ার পরিবেশকে কোণঠাসা করে রাখতে পারে বা সহায়তা করে।
স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডা. এ্যাডাম ম্যানটয বলেন,
“এরকম রিল্যাক্সড গ্যালাক্সি ক্লাস্টার মহাবিশ্বের ক্রমবর্ধমান পরিমাপ করতে সাহায্য করবে”।
নাসা গত মাসের ২১ তারিখে নতুন আবিষ্কৃত SPT2215 নামের এই গ্যালাক্সি ক্লাস্টারের ছবিসহ তথ্যাদি তাদের ওয়েবসাইটের মাধ্যমে পাবলিশড করে।
মোহাম্মদ রনি / নিজস্ব প্রতিবেদক
তথ্যসূত্র : পপসাইন্স, সাইন্স নিউজ, নাসা
+1
+1
+1
1
+1
+1
+1
+1