ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন না এমন মানুষের সংখ্যা নিতান্তই কম। আমরা ভালো, মন্দ, ভয় ও আনন্দ সব রকমেরই স্বপ্ন দেখি। স্বপ্ন নিয়ে বিভিন্ন ধরণের অনেক বর্ণনা রয়েছে। এসবের ওপর সবসময়ই গবেষণা করছেন একদল বিজ্ঞানী। আর ব্যাখ্যা করে এ সম্পর্কে অনেক তথ্যও দিয়েছেন।
মূলত, এটি হলো মানুষের অবচেতন মনে ঘুমের মধ্যে দেখা কিছু ঘটনা। যেগুলো দেখার সময় আমরা সেগুলোকে সত্যি বলে মনে করি। আমরা কেন স্বপ্ন দেখি? এই প্রশ্নের নির্দিষ্ট কোনো উত্তর কারো জানা নেই। তবে বিভিন্ন সময় বিজ্ঞানীরা কিছু থিওরির মাধ্যমে স্বপ্নকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন।
তবে, স্বপ্নবিষয়ক বিজ্ঞানীদের গবেষণা করার শাখাটিকে অনাইরলজি নামকরণ করা হয়েছে। গবেষণায় জানা যায়, যদি একজন মানুষ ৭০ বছর বাঁচে তাহলে তার মোটজীবনের প্রায় ৬ বছরই সে স্বপ্ন দেখে কাটায়। কিন্তু মানুষ ব্যতীত অন্য কোন প্রাণি কি স্বপ্ন দেখতে পারে?
মানুষের ঘুমের বিভিন্ন পর্যায় এর মধ্যে আর ই এম(র্যাপিড আই মুভমেন্ট) অন্যতম। আর ই এম হলো এমন একটি পর্যায় যে পর্যায়ে মানুষ স্বপ্ন দেখে। এ সময়ে মানুষের মস্তিষ্কে অনেক ধরনের বৈদ্যুতিক ক্রিয়াকলাপ সংঘটিত হয়।
১৯৫৩ সালে মানুষের মধ্যে আর ই এম আবিস্কার হওয়ার পর বিজ্ঞানীরা বিভিন্ন প্রাণিতেও এর উপস্থিতি খোঁজার প্রচেষ্টা চালান। সুতরাং, অন্যান্য প্রাণিতেও যদি আর ই এম এর লক্ষণ গুলো দেখা যায় যে লক্ষণ গুলোতে মানুষ স্বপ্ন দেখছে তাহলে এর ভিত্তিতে বলা যায় যে হয়তো উক্ত প্রাণি গুলোও স্বপ্ন দেখছে।
প্রাণিদের স্বপ্নানুভূতি নিয়ে এই পর্যন্ত অনেক গুলো গবেষণা সংঘটিত হয়েছে। গবেষণায় দেখা যায় যে,স্তন্যপায়ী যেমন- পাখি, কুকুর, বিড়াল থেকে শুরু করে হাঁসবিল, প্লাটিপাস এমনকি সরীসৃপের মধ্যেও আর ই এম এর কার্যকলাপ বিদ্যমান।
নিউরন জার্নাল ২০০১ সালে ইঁদুরের গোলকধাঁধাঁয় দৌড়ানোর ক্রিয়াকলাপ এর সাথে ঘুমন্ত অবস্থায় আর ই এম এর ক্রিয়াকলাপের তুলনা করেন। বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করেন যে, ঘুমন্ত অবস্থায় ইঁদুরের মস্তিষ্কের কার্যকলাপ প্রায়ই একই।
২০১৫ সালে ইলাইফ জার্নাল এটি নিশ্চিত করে। উক্ত পরীক্ষায় দেখানো হয়, কতগুলো ইঁদুরকে খাবার দেখানোর পর ঘুম পাড়িয়ে দেওয়া হল। তখন ইঁদুরের মাঝে আর ই এম পর্যায় ঘটে এবং ইঁদুরের মস্তিষ্কের কিছু কোষ কিভাবে খাবার সংগ্রহ করা যায় তা পরিকল্পনা করে ম্যাপ করতে শুরু করল।
এ থেকে ধরে নেওয়া যায় যে প্রাণিরাও স্বপ্ন দেখে। তবে মানুষের মতো অন্য প্রাণিরা স্বপ্নের কথা প্রকাশ করতে পারে না বলে তাই একেবারে সুনিশ্চিত ভাবে বলা যায় না যে অন্য প্রাণিদেরও স্বপ্নানুভূতি হয়।
নুসরাত জাহান চৌধুরী/ নিজস্ব প্রতিবেদক