প্রথমবারের মত বিজ্ঞানীরা এমন প্রাণি খুঁজে পেয়েছেন বেঁচে থাকার জন্য যার অক্সিজেন প্রয়োজন নেই!
মিসোজোয়া শ্রেণিভুক্ত পরজীবী Henneguya salminicola পৃথিবীর একমাত্র প্রাণী যা শ্বাস প্রশ্বাস নেয়না। মাইক্রোস্কোপিক ও জিনোমিক বিশ্লেষণে দেখা গেছে,Henneguya salminicola এর দেহে শ্বসনকাজে ব্যবহৃত মাইটোকন্ড্রিয়াল জিনোম নেই।
![]() ![]() |
এছাড়াও চমকপ্রদ ব্যাপার হল,প্রাণিদের এক কোষ থেকে বহুকোষী জীবে পরিণত হওয়াটাকেই স্বাভাবিক বিবেচনা করা হয়।কিন্তু Henneguya salminicola এর ক্ষেত্রে ব্যাপারটি সম্পূর্ণ বিপরীত।
এই জীবটি এককোষী প্রাণী হিসেবেই বিবর্তিত হয়। বৈশিষ্ট্যের দিক থেকে H. salminicola মিসোজোয়া শ্রেণিভুক্ত অন্যান্য পরজীবীদের মতই ছিল,কিন্তু সময়ের সাথে সাথে বিবর্তন হয়ে এসকল বৈশিষ্ট্যের বিলুপ্তি ঘটে।
![]() ![]() |
“ধীরে ধীরে পরজীবীটি টিস্যু,স্নায়ু কোষ,পেশি হারায়।আর এখন আমরা জানতে পারছি এরা শ্বসন ক্ষমতা ও হারিয়ে ফেলেছে।”- ইসরায়েলের তেল আবিব বিশ্ববিদ্যালয়ের ইভ্যুলশনারি বায়োলজিস্ট ডরোথি হাচন বলেন।
তাহলে এ পরজীবী কিভাবে শক্তি অর্জন করে?এর উত্তর এখনো অজানা।গবেষকরা এ নিয়ে অধিকতর গবেষণা চালিয়ে যাচ্ছেন।