আমরা প্রায় প্রতিদিন গড়ে ২৬১৭ বার মোবাইলে টাচ করি এর মানে অবশ্যই এখানে ভাইরাস ব্যাকটেরিয়া থাকার সমূহ সম্ভবনা থাকে।
![]() |
সবচেয়ে ভীতিকর বিষয় হচ্ছে অন্য সব বস্তুর থেকে মোবাইলেই করোনাভাইরাস বেশিক্ষণ বেঁচে থাকতে পারে, তাও প্রায় ৯ দিন,যে বস্তুটি ছাড়া আমরা একমুহূর্ত চলতে পারিনা সেই বস্তুই এখন সবচেয়ে বিপদজনক যদি না আমরা সতর্ক হই।
অতিরিক্ত গুগল সার্চ,ফেসবুক কমেন্টের কারণে বাড়ছে কার্বন নিঃসরণ |
গবেষণায় দেখা গেছে স্মুথ গ্লাস, প্লাস্টিকে শর্তসাপেক্ষে প্রায় ৯ দিন করোনাভাইরাস সারভাইভ করতে পারে। যেসব সারফেসে ময়েশ্চারাইজার বেশি সেখানে করোনা বেশিক্ষণ বেঁচে থাকতে পারে।
একটি কাজ করা ও সাথে নোটিফিকেশন চেক
|
তাহলে এখন থেকে অবশ্যই মাথায রাখতে হবে যেখানে সেখান থেকে এসে মোবাইল টাচ করার আগে মোবাইলটি ৬০-৭০% অ্যালকোহল যুক্ত স্যানিটাইজার দিয়ে মুছে ফেলতে হবে। মোবাইল বন্ধ করে পরিস্কার করা উত্তম৷
করোনা ভাইরাসের সকল আপডেট |
আপাতত অন্যের মোবাইল ফোন ব্যবহার বিরত থাকতে হবে, যেখানে সেখানে নিজের মোবাইল ফোন ফেলে রাখা যাবে না। অ্যালকোহল ব্যতীত অন্য কোন ক্লিনার দিয়ে পরিস্কার করা যাবেনা৷
![]() |
News Source : 1.Daily Mail
2.Newyork Post
3.BBC
4.Metro
করোনাভাইরাস প্রসঙ্গ-
১।রক্তের গ্রুপ ‘A’ হলে করোনা ঝুঁকি বেশি, ‘O’ হলে সবচেয়ে কম – বলছে চীনা গবেষণা
২।লবণ মেশানো গরম পানি কি করোনা ভাইরাস প্রতিরোধ করে ?-না
৩।করোনা যেভাবে আপনার শরীরের নিয়ন্ত্রণ নিচ্ছে !(ইন্টারেক্টিভ ডিজাইনসহ)
৪।ফ্যাক্ট চেক: (মিথ্যা) এক টুকরা লেবুতেই ধ্বংস হবে করোনাভাইরাস
৫।আমেরিকা বা চীনের ষড়যন্ত্র নয়।করোনাভাইরাস এসেছে প্রকৃতি থেকেই-গবেষণা