কম্পিউটার ও রকেট সাইন্স মহাসাগরের তুলনায় কম বিশাল নয়। মহাজ্ঞানীরা আলাদা আলাদা বিষয়ের উপর চূড়ান্ত দক্ষতা অর্জনের মধ্য দিয়েই মহাকাশ যাত্রা কে বাস্তব করে তুলেছিলেন যেটা একসময় কল্পনা করাও রসিকতার সমান ছিলো।
কিন্তু এত এত মহাকাশ গবেষনা এত বিষ্ময়কর তথ্য আমাদের মন ছুয়ে দিলেও আজও এসবের সাক্ষী কাছ থেকে হতে পারিনি। এখান থেকেই শিখতে হবে কিছু করার। বইটি যারা পড়তে এসেছেন তাদের মধ্যে বেশিরভাগের স্বপ্ন হয়তো আর দশজন বাংলাদেশি বিজ্ঞানীর মতো NASA তে চাকরি করা, কারো স্বপ্ন আমার মত “নিজ দেশেই মহাকাশ গবেষনা করা” স্বপ্ন টা বড় দক্ষতা টা খুবই ছোট। কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে বিবেচনা করার অনুরোধ রইলো।
-মইনুল ইসলাম বাপ্পি
ডাউনলোড করো একদম ফ্রিতে এবং হারিয়ে যাও জ্যোতির্বিদ্যায়
“আসসালামু আলাইকুম। রকেট সম্পর্কে ছোট থেকেই মনের মধ্যে নানান প্রশ্ন উঁকি দিত। আলহামদুলিল্লাহ এই বইটি সেই প্রশ্ন গুলোর সমাধান দিয়েছে । সত্যিই বইটি অসাধারণ।”
“মহাকাশের কোনো বই ই হাত ছাড়া করি না, আর বাংলায় এত সুন্দর করে রকেট সাইন্স নিয়ে আলোচনা করা হয়েছে তা কি করে বাদ দিই! সেরা বই ছিল এটা। বিস্তারিত খুব সুন্দর ভাবে লেখা আছে। ধন্যবাদ সাইন্স বি কে এমন একটা ই বুক প্রকাশিত করার জন্য।❤️”
“বেসিক টপিকগুলা অনেক কৌশলী এবং চিত্তাকর্ষক উপায়ে উপস্থাপন করা হয়েছে । জটিল ও প্রয়োজনীয় বিষয় গুলো ছবির মাধ্যমে উপস্থাপন করা হয়েছে যা সত্যিই প্রশংসার দাবিদার, এমন বই আরো চাই !!!”
“Boi tar printed copy porte parle boi pora asol shaad ta pete partam. asha kri shei asha o purno hobe. Science bee theke shob somoy valo kichui asha kri. - dhonnobad - dhonnobad”
“ভাই আমি আর কী বলবো,আমি তো আপনার সবকিছুই জানি।তবুও একটা কথা বলতে চাই এরকম আরও কিছু বই বের করে সবাইকে জানার সুযোগ করে দিলে ভালো হয় এবং দেশকে এগিয়ে নিতে ডিজিটাল এর মধ্য দিয়ে আপনাকে প্রয়োজন ভালোবাসা অবিরাম ❣️❣️”
“বাংলা ভাষায় রকেট সায়েন্স নিয়ে বই কল্পনা করার মত বিষয়,সেটিকে বাস্তবে পরিণত করেছে সায়েন্স বি! ধন্যবাদ সায়েন্স বি কে।অার ফ্রিতে এমন গুরুত্বপূর্ণ বই দিয়ে সবার জন্য মুক্ত বিজ্ঞান চর্চা করার সুযোগ দেওয়ার জন্য অাবারোও ধন্যবাদ, ফিউচারে যেন বাকিসব পিডিএফ গুলোও যেন ফ্রি তে দেয় সেই অাশাও অামরা করি।সর্বোপরি রকেট সায়েন্স নিয়ে অারেও নতুন নতুন বই চাই।শুভকামনা।”
“যদিও এখন ডাউনলোড করলাম, এখনো পড়া হইনি তাও বলতে চাই যারা অজানা কে জানতে চাই তাদের এই আগ্রহকে বাড়িয়ে তোলার জন্য আপনাদের এই কাজ সত্যি প্রশংসনীয়। এরকম কাজ আরো চাই। ধন্যবাদ।”
“অসাধারণ একটি বই। রকেট ইঞ্জিন অংশটি আমার কাছে বইয়ের সবথেকে আকর্ষণীয় অংশ লেগেছে। কেননা রকেটের এটাই মূখ্য অংশ। বইটির শেষের দিকে বিভিন্ন বিষয়ের সংজ্ঞা আরো আকর্ষণীয় এবং চমকপ্রদ করে তুলেছে। তবে প্রুফ রিডিং এ আরেকটু পারদর্শী হওয়া উচিত ছিলো। কয়েকটি ছোটখাটো বানান ভুল ছাড়া আর কোনো নেগেটিভ ইস্যু নেই। অসংখ্য ধন্যবাদ সায়েন্স বী কে এমন একটি বই ফ্রিতে আমাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। লেখককেও ধন্যবাদ তার অসাধারণ মেধাকে কাজে লাগিয়ে একটি চমৎকার বই আমাদের উপহার দেওয়ার জন্য।”
“আহ, ছোটবেলা থেকেই রকেট এর প্রতি আমার আলাদা আকর্ষণ কাজ করে। রকেট কী, কীভাবে রকেট কাজ করে, এসব প্রশ্ন মাথায় ঘুরপাক খেতো। আজকে বইটি পড়ার পর প্রশ্নগুলোর উত্তর পেলাম। সাথে রকেট নিয়ে জানার আগ্রহ আরো বেড়ে গেল। বইটির ভেতর রকেটের বিভিন্ন অংশ ছবিসহকারে বুঝানো হয়েছে। এতে করে বইটি পড়ার সময় ও একঘেয়েমি মনে হয় নি। তবে ছবিগুলোর আরেকটু সাজানো যেত। তবে সমস্যা নেই, বই পড়াটাই মূখ্য। আগামীতে আরো অসংখ্য বই ফ্রিতে সায়েন্স বী তে পাবো এটাই কাম্য।”
“রকেট ইন্জিনিয়ারিং শুনলেই অনেকে মনে করে বিষয়টি আসলেই অনেক জটিল। কিন্তু এই বইটি পড়ার পর রকেট ইন্জিনিয়ারিং নিয়ে বেসিক একদম ক্লিয়ার হয়ে যাবে। বইটির ভেতর প্রতিটি বিষয়কে পয়েন্ট আকারে তুলে ধরার জন্য বইটি আরো সহজবোধ্য লেগেছে। অসংখ্য ধন্যবাদ লেখক এবং সায়েন্স বী কে এমন একটি বই ফ্রিতে দেওয়ার জন্য। আশা করি সায়েন্স বী ভবিষ্যতেও অসংখ্য বই পিডিএফ হিসেবে ফ্রিতে পড়ার জন্য পাবলিশ করবে।”
“প্রথমে বলতে চাই, এমন একটি বই যারা রকেট ইন্জিনিয়ারিং নিয়ে আগ্রহী তাদের অবশ্যই পড়া উচিত। একদম বেসিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। যার ফলে বইটি পড়তে একদম বিরক্ত লাগবে না। বইটিতে বিভিন্ন অংশে বুঝার সুবিধার্থে ছবি সংযুক্ত করা হয়েছে। যার ফলে বিষয়গুলো ভিজুয়ালি বুঝা যায়। আমি অবশ্যই বইটি পড়তে সকলকে উদ্বুদ্ধ করবো।”
“সেরা! এতদিন এমন একটি বইয়ের জন্যই তো অপেক্ষায় ছিলাম। রকেটের একদম বেসিক বিষয় নিয়ে লেখা "বেসিক রকেট ইন্জিনিয়ারিং" বইটি খুবই সাবলীল ভাষায় লেখা হয়েছে। পড়তে শুরু করার পর থেকে শেষ পর্যন্ত খুব কম সময়ই আমার মনোযোগ বিচ্ছিন্ন হয়েছে। তাছাড়া একদম সহজ বাংলায় বিষয়গুলো তুলে ধরার জন্য খুবই সহজবোধ্য মনে হয়েছে আমার কাছে। লেখককে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি বই আমাদের উপহার দেওয়ার জন্য। সায়েন্স বী কেও ধন্যবাদ বিজ্ঞানপ্রেমীদের মাঝে বইটি ছড়িয়ে দেওয়ার জন্য।”
“সেরা! এতদিন এমন একটি বইয়ের জন্যই তো অপেক্ষায় ছিলাম। রকেটের একদম বেসিক বিষয় নিয়ে লেখা "বেসিক রকেট ইন্জিনিয়ারিং" বইটি খুবই সাবলীল ভাষায় লেখা হয়েছে। পড়তে শুরু করার পর থেকে শেষ পর্যন্ত খুব কম সময়ই আমার মনোযোগ বিচ্ছিন্ন হয়েছে। তাছাড়া একদম সহজ বাংলায় বিষয়গুলো তুলে ধরার জন্য খুবই সহজবোধ্য মনে হয়েছে আমার কাছে। লেখককে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি বই আমাদের উপহার দেওয়ার জন্য। সায়েন্স বী কেও ধন্যবাদ বিজ্ঞানপ্রেমীদের মাঝে বইটি ছড়িয়ে দেওয়ার জন্য।”
“সেরা! এতদিন এমন একটি বইয়ের জন্যই তো অপেক্ষায় ছিলাম। রকেটের একদম বেসিক বিষয় নিয়ে লেখা "বেসিক রকেট ইন্জিনিয়ারিং" বইটি খুবই সাবলীল ভাষায় লেখা হয়েছে। পড়তে শুরু করার পর থেকে শেষ পর্যন্ত খুব কম সময়ই আমার মনোযোগ বিচ্ছিন্ন হয়েছে। তাছাড়া একদম সহজ বাংলায় বিষয়গুলো তুলে ধরার জন্য খুবই সহজবোধ্য মনে হয়েছে আমার কাছে। লেখককে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি বই আমাদের উপহার দেওয়ার জন্য। সায়েন্স বী কেও ধন্যবাদ বিজ্ঞানপ্রেমীদের মাঝে বইটি ছড়িয়ে দেওয়ার জন্য।”
“সনচেয়ে যে বিষয়টা বেশি ভাল লেগেছে সেটা হল এত সুন্দর একটা বই সবাইকে ফ্রিতে দিচ্ছে।বইটা এক কথায় বলতে গেলে অসাধারণ। সুন্দর সাবলীল ভাবে বইটা রচনা করা হয়েছে।সবাইকে পড়ার অনুরোধ রইল।এই বইটা পড়ে আপনি নিজের জ্ঞানটাকে এক ধাপ এগিয়ে নিতে পারবেন”
So why should you be a bee blogger? A blog is your digital portal to share your current passion online. It’s text and multimedia without ink stains or Facebook distractions. A blog is a place where you distill the experiences, thoughts, and ideas that you have learned during your education, career and life journey. The truth lies hidden somewhere in between. A successful career and life are based upon being “on purpose.” We all bring our own magic and uniqueness into the world. Your goal in life is to discover what that is, embrace it and share it. Your blog can be the digital platform where it’s revealed.
Initially, three meaningful and publishable blogs need to be a blogger, because manual profile based blogger should be regular with us, in case of failure minimum blogs can wrap up your absence as a blogger with us. The maximum number has no boundary.
No limitation to maximize but blog should be more than 300 words or above with a good number of paragraphs. If your writing is much bigger to irritate reader to finish, you can make a series of that.
Yes, any technical issue can bother you, unfortunately. So, you must let us know. Two things you can follow: inbox us with your relevant problems to Page Inbox mail us to [email protected]
You can submit your blog with mentioned questions answers to our official mail [email protected]